২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫
`


ইসরাইলি হামলায় দক্ষিণ লেবাননে নিহত ৭

- ছবি : বাসস

দক্ষিণ লেবাননে মঙ্গলবার রাতে ইসরাইলের ধারাবাহিক হামলায় সাতজন নিহত হয়েছে। বুধবার ফিলিস্তিনের স্বাধীনতাকামী হামাস যোদ্ধাদের সাথে ঘনিষ্ঠভাবে জড়িত একটি লেবানিজ সংগঠন এ কথা জানিয়েছে।

মিডিয়ার সাথে কথা বলার অনুমতি না থাকায় নাম প্রকাশে অনিচ্ছুক এএফপি’র সাথে কথা বলার সময় জামা ইসলামিয়ার এক কর্মকর্তা বলেন, ইসরাইল সীমান্তের কাছে হাবারিয়াহতে একটি জরুরি কেন্দ্রে হামলায় সাত উদ্ধারকারী নিহত হয়েছে। লেবাননের বেশ কয়েকটি গ্রুপ স্বাস্থ্য কেন্দ্র এবং জরুরি সহায়তা কার্যক্রম পরিচালনা করে।

জামা ইসলামিয়ার জরুরি সহায়তা গ্রুপ এক বিবৃতিতে বলেছে, ‘অনেক লোক নিহত হয়েছে এবং এই হামলাকে একটি জঘন্য অপরাধ বলে অভিহিত করেছে।’

জামা ইসলামিয়ার অপর এক কর্মকর্তাও নাম প্রকাশ না করার অনুরোধ জানিয়ে বলেন, ‘ধর্মঘটের সময় এক ডজন উদ্ধারকর্মী জরুরি কেন্দ্রে ছিলেন।’

তিনি আরো বলেন, ‘ধ্বংস্তুপ থেকে লাশ তোলা হচ্ছে।’

গত ৭ অক্টোবর দক্ষিণ ইসরাইলে হামাসের হামলার ঘটনায় গাজা উপত্যকায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে লেবাননে হামাসের মিত্ররা, প্রধানত হিজবুল্লাহর সাথে লেবাননের দক্ষিণ সীমান্তে ইসরাইলি বাহিনীর সাথে প্রায় প্রতিদিনই গুলি বিনিময় হচ্ছে।

হিজবুল্লাহ বলেছে, ‘তারা হামাসের সমর্থনে তাদের হামলার সাথে কাজ করছে। অন্যদিকে, ইসরাইল লেবাননে হিজবুল্লাহ এবং হামাস কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করেছে।’

ইসরাইল লেবানন আন্তঃসীমান্তযুদ্ধে লেবাননের ৫৭ জন বেসামরিক নাগরিকসহ কমপক্ষে ৩৩১ জন নিহত হয়েছে। যাদের বেশিভাগই হিজবুল্লাহ যোদ্ধা।

ইসরাইলি সামরিক বাহিনী জানিয়েছে, উত্তর ইসরাইলে কমপক্ষে ১০ ইসরাইলি সেনা এবং সাতজন বেসামরিক লোক নিহত হয়েছে।

সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement
শ্রীনগরে নাতিকে মাদরাসায় দিয়ে ফেরার পথে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু ইউক্রেনের ১৭টি ড্রোন ভূপাতিত করেছে রাশিয়া গ্রেফতারের আতঙ্কে নেতানিয়াহু, প্রতিরোধের চেষ্টায় যুক্তরাষ্ট্রও চলছে মেসি ঝলক, আবারো জোড়া গোল উল্লাপাড়ায় গাড়িচাপায় অটোভ্যানচালক নিহত থাইল্যান্ড সফর শেষে সোমবার দেশে ফিরবেন প্রধানমন্ত্রী বিপরীত উচ্চারণের ঈদ পুনর্মিলনী ফরিদপুরে ২ ভাইকে পিটিয়ে হত্যায় জড়িতরা অচিরেই গ্রেফতার করা হবে : র‌্যাব মুখোপাত্র ধর্মঘটে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পরিবহন বন্ধ, দুর্ভোগে মানুষ আমাদের মূল লক্ষ্য মানুষকে জাগিয়ে তোলা : গাজা ইস্যুতে আন্দোলনরত শিক্ষার্থীরা গণতন্ত্রকে চিরস্থায়ীভাবে বাকশালে পরিণত করতেই খালেদা জিয়াকে বন্দী রেখেছে সরকার : রিজভী

সকল