২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫
`


দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের রোডম্যাপ নিয়ে একমত ইরান ও বেলারুশ

দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের রোডম্যাপ নিয়ে একমত ইরান ও বেলারুশ - ছবি : সংগৃহীত

ইরান এবং বেলারুশের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক আরো বিস্তৃত ও জোরদার করার জন্য একটি পূর্ণাঙ্গ সহযোগিতা রোডম্যাপের ব্যাপারে দু’দেশ একমত হয়েছে। এই রোড ম্যাপের আওতায় দুই দেশ পরিবহন, কৃষি এবং সাংস্কৃতিক ক্ষেত্রে বাণিজ্য ও সহযোগিতা জোরদার করবে।

বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেনকো দুদিনের সফরে ইরান আসার পর এই রোড ম্যাপ নিয়ে তেহরান ও মিনস্ক সমঝোতায় পৌঁছাল। এ সময় দু দেশের মধ্যে সাতটি সমঝোতা স্মারক বা এমওইউ সই হয়েছে। ইরান এবং বেলারুশ সম্পর্কের তিন দশক পূর্তি উদযাপন করছে।

দুই দেশের শীর্ষ পর্যায়ের বৈঠকে দ্বিপক্ষীয় বার্ষিক বাণিজ্যের পরিমাণ ১০ কোটি ডলারে তোলার বিষয়টি নিয়ে আলোচনা হয়।

গত ১৭ বছরের মধ্যে বেলারুশের প্রেসিডেন্টের এটি হলো প্রথম সফর। এ নিয়ে বেলারুশের তিনজন প্রেসিডেন্ট এ পর্যন্ত ইরান সফর করেছেন।

ইরান এবং বেলারুশের মধ্যে চমৎকার ও জোরালো দ্বিপক্ষীয় সম্পর্ক রয়েছে যার প্রেক্ষাপটে দুই দেশের মধ্যে নিয়মিত বৈঠক এবং বিভিন্ন ধরনের চুক্তি ও সমঝোতা সই হয়। বেলারুশের সরকারি কর্মকর্তারা ইরানকে একটি গুরুত্বপূর্ণ আঞ্চলিক ও আন্তর্জাতিক অংশীদার হিসেবে মনে করে।
সূত্র : পার্সটুডে


আরো সংবাদ



premium cement