২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫
`


ইসরাইল-ফিলিস্তিনকে ডেকেছে জর্ডান, আপত্তি হামাসের 

ইসরাইল-ফিলিস্তিনকে ডেকেছে জর্ডান, আপত্তি হামাসের  - ছবি : সংগৃহীত

জর্ডানের আকাবা শহরে রোববার ইসরাইল-ফিলিস্তিন শান্তি সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে এ সম্মেলনে অংশগ্রহণে অসম্মতি জানিয়েছে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস।

জর্ডানের স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, এ সম্মেলনে ইসরাইল ও ফিলিস্তিন ছাড়া যুক্তরাজ্য ও মিসরসহ আরো কয়েকটি দেশের প্রতিনিধি দলও অংশগ্রহণ করবে। এতে ইসরাইল-ফিলিস্তিন সঙ্কট উত্তরণের পথ ও পন্থা খোঁজার চেষ্টা করা হবে। যেন উভয় দেশে স্থিতিশীল পরিবেশ সৃষ্টি হয়।

এ সম্মেলনকে স্বাগত জানিয়েছে ইসরাইলের সমর্থনপুষ্ট ফিলিস্তিনি সংগঠন ফাতাহ। দলটি এ সম্মেলনে অংশগ্রহণের ঘোষণা দিয়েছে। তারা বলেছে, ফিলিস্তিনি মানুষের কল্যাণ ও গণহত্যা বন্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এ সম্মেলন।

তবে হামাস বলেছে, এ সম্মেলনের মাধ্যমে ফিলিস্তিনিদের ওপর করা ইসরাইলের অপরাধ ঢাকার চেষ্টা করা হচ্ছে।

এ সময় হামাসের পক্ষ থেকে দেশটির অন্যান্য সংগঠনকেও সম্মেলনে অংশগ্রহণ থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়।

সূত্র : আলজাজিরা মুবাশির


আরো সংবাদ



premium cement