০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫
`


৩ মাসের মধ্যে রাশিয়ার সুখোই সু-৩৫ যুদ্ধবিমান পাবে ইরান

- ছবি - ইন্টারনেট

আগামী তিন মাসের মধ্যে রাশিয়ার সুখোই সু-৩৫ যুদ্ধবিমান হাতে পাবে ইরান। রোববার ইরানের এক পার্লামেন্ট সদস্য এই কথা বলেছেন।

আনাদোলু অ্যাজেন্সি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

দেশটির জাতীয় নিরাপত্তা কমিটির সদস্য শাহরিয়ার হায়দারি বার্তা সংস্থা তাসনিমকে জানান, যুদ্ধবিমানগুলো আসন্ন ইরানি বছরে আসবে, যা ২১ মার্চ থেকে শুরু হবে।

যুদ্ধবিমান ছাড়াও তেহরান রাশিয়ার কাছ থেকে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এবং হেলিকপ্টার সহ বেশ কয়েকটি সামরিক সরঞ্জামও কিনেছে। শিগগিরই সেগুলোর বেশিরভাগ হাতে পাবে ইরান।

সূত্র : মিডল ইস্ট মনিটর


আরো সংবাদ



premium cement