০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫
`


সিরিয়ার ইদলিবে নতুন সামরিক চৌকি স্থাপন করছে তুরস্ক

সিরিয়ার ইদলিবে নতুন সামরিক চৌকি স্থাপন করছে তুরস্ক - ছবি : সংগ্রহ

তুর্কি বাহিনী সিরিয়ার ইদলিবের গ্রামীণ এলাকায় নতুন একটি সামরিক চৌকি নির্মাণের কাজ শুরু করেছে।

স্থানীয় সামরিক সূত্রগুলো জানায়, নতুন সামরিক চৌকিটি আল-বারা শহরের পূর্ব দিকে অবস্থিত সারজিলা গ্রামের কাছে অবস্থিত। এই নগরীর কাছেই রয়েছে সিরিয়ান বাহিনীর অবস্থান।

সূত্র জানায়, তুর্কি সামরিক বাহিনী একটি ফাঁকা, লোকহীন তিনতলা ভবনে তাদের নতুন চৌকি স্থাপন করছে। এখান থেকে সিরিয়ান বাহিনীর নিয়ন্ত্রিত কাফরানবেল, কাফরুমা ও হ্যানোতিন শহর দেখা যায়।

বিভিন্ন সূত্র জানায়, ইদলিবের গ্রামীণ এলাকায় তুর্কি সামরিক বাহিনীর ৭৪টি চৌকি রয়েছে। এছাড়া জাবাল আল-জাবিয়ায় রয়েছে ২২টি চৌকি।

সূত্র : মিডল ইস্ট মনিটর


আরো সংবাদ



premium cement