২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫
`


গাজায় ইসরাইলি হামলা অব্যাহত

গাজায় ইসরাইলি হামলা অব্যাহত - ছবি : আল জাজিরা

গাজা উপত্যকায় ইসরাইলি হামলা অব্যাহত রয়েছে। ইসরাইলের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু শিগগিরই বৈরিতা অবসান হচ্ছে না বলে ঘোষণা দেয়ার পর সোমবার ভোর রাতে নতুন করে গাজায় গোলাবর্ষণ শুরু হয়। এর মধ্যেই গাজায় নিহতের সংখ্যা প্রায় ২০০ হয়ে গেছে।

আজ সোমবার ইসরাইলি বাহিনী অষ্টম দিনের মতো গাজায় হামলা চালাচ্ছে।

গাজায় এ পর্যন্ত অন্তত ১৯২ জন নিহত হয়েছে। এর মধ্যে ৫৮টি শিশু ও ৩৪ জন নারী রয়েছে। রোববার ছিল সবচেয়ে ভয়াবহ আক্রমণের দিন। এ দিন অন্তত ৪৪ জন নিহত হয়েছে।

সিনাগগ ভেঙে দুই ইহুদি নিহত, আহত ১৬০
অধিকৃত পশ্চিম তীরে এই সিনাগগ ভেঙে দু'জন নিহত ও ১৬০ জনের বেশি আহত হয়েছে। গিভাত জিভের একটি ইসরাইলি বসতিতে রোববার এই ঘটনা ঘটে।

জেরুসালেমের বাইরে রোববার ইহুদি শাভত ভোজসভার জন্য ওই সময় কয়েক শ' লোক সিনাগগে জমায়েত হয়েছিল।

ইসরাইলের জরুরি চিকিৎসা পরিষেবা বিভাগের ম্যাগেন ডেভিডন অ্যাডম বলেন, নিহত দুজনের একজন হলেন ৪০ বছর বয়স্ক পুরুষ ও অপরজন ১২ বছর বয়স্ক এক কিশোর।

খবরে বলা হয়, প্রার্থনার সময় গ্র্যান্ডস্ট্যান্ড সিটিংটি ভেঙে পড়ে। জেরুসালেম পুলিশ কমান্ডার ডরন টুজেনম্যান বলেন, ওই স্থানে প্রার্থনা করা নিষিদ্ধ ছিল।

উল্লেখ্য, কয়েক সপ্তাহ আগে ইহুদিদের একটি তীর্থযাত্রা পদদলিত হয়ে ৪৫ জন নিহত হয়।
সূত্র : আল জাজিরা ও ডেইলি মেইল


আরো সংবাদ



premium cement