০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫
`


ইরানে করোনাভাইরাসের আশঙ্কায় ৮৫ হাজার বন্দিকে মুক্তি

-

করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার আশঙ্কায় ৮৫ হাজার বন্দিকে মুক্তি দিয়েছে ইরান। করোনাভাইরাস সঙ্কটের মোকাবেলা করার জন্য অস্থায়ী এ ব্যবস্থা নেয়া হয়েছে, ইরানের বিচার বিভাগের একজন মুখপাত্র বিষয়টি জানিয়েছেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাভাইরাস মহামারীকে ‘বিশ্ব স্বাস্থ্য সঙ্কট’ বলে বর্ণনা করেছে। সেই সাথে সব দেশকে করোনাভাইরাসের সন্দেহভাজনদের পরীক্ষা করার জন্য আহ্বান জানিয়েছে।

যুক্তরাষ্ট্র, ইউরোপ, এশিয়া ও মধ্যপ্রাচ্যের দেশগুলো স্কুল, বিনোদন স্থানসহ সব প্রয়োজনীয় সেবা বন্ধ করে দিয়েছে।

করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত হয়ে বিশ্বব্যাপী মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে সাত হাজার ১১৭ জনে।

এ ভাইরাসে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন বিশ্বের ১ লাখ ৮২ হাজার ৬৮১ জন মানুষ।

বিশ্বের ১৫৭টি দেশে ছড়িয়েছে প্রাণঘাতী এ ভাইরাস।

এর আগে, ক্রমবর্ধমান সংক্রমণ ও বিভিন্ন দেশের সরকারের নিষ্ক্রিয়তায় উদ্বেগ প্রকাশ করে গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারী ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

সূত্র : আলজাজিরা


আরো সংবাদ



premium cement