০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১, ২৯ শাওয়াল ১৪৪৫
`


মোহাম্মদ বিন সালমানকে নিয়ে সৌদি আরবের হুঁশিয়ারি

মোহাম্মদ বিন সালমান - ছবি : সংগৃহীত

সৌদি আরব যুবরাজ মুহাম্মদ বিন সালমানকে ‘রেড লাইন’ বা ‘চূড়ান্ত সীমা’ হিসেবে উল্লেখ করে তার সমালোচনা সহ্য করবে না বলে হুঁশিয়ার করেছে।
দেশটির পররাষ্ট্রমন্ত্রী আদেল আল জুবায়ের বুধবার সতর্ক করে বলেছেন, সাংবাদিক জামাল খাসোগির হত্যাকাণ্ডের জন্যে যারা সালমানকে দায়ী করছেন তাদের বরদাশত করা হবে না।

তেলের মূল্য কম রাখায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৌদি আরবের প্রশংসার করার পর আদেল আল জুবায়ের ওই হুঁশিয়ারি উচ্চারণ করেন। মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ খাসোগি হত্যার সঙ্গে সালমানের জড়িত থাকার জোর প্রমাণের কথা বলার পরেও ট্রাম্প সৌদি আরবের পক্ষেই কথা বললেন।
জুবায়ের বিবিসিকে বলেন, সৌদি আরবে আমাদের নেতৃত্বই রেড লাইন বা ‘চূড়ান্ত সীমা’। পবিত্র দু’টি মসজিদের জিম্মাদার বাদশাহ সালমান এবং যুবরাজ হলেন এই রেড লাইন।
তিনি বলেন, তারা প্রত্যেক সৌদি নাগরিকের প্রতনিধিত্ব করেন এবং প্রত্যেক সৌদি নাগরিকও তাদের প্রতিনিধিত্ব করেন।

গত ২ অক্টোবর যুক্তরাষ্ট্রে বসবাসকারী সৌদি সাংবাদিক খাসোগিকে ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটে প্রবেশের পর তাকে নৃশংসভাবে হত্যা করা হয়। এ হত্যাকান্ডের সঙ্গে যুবরাজ সালমান জড়িত বলে অভিযোগ ওঠে। এমনকি সিআইএ বলেছে, সালমানের সম্পৃক্ত থাকার জোর প্রমাণ রয়েছে। কিন্তু অবকাশে থাকা ট্রাম্প বুধবার তার মার-এ-লাগো ক্লাবে বলেন, খাসোগি হত্যাক-টিকে তিনি উপেক্ষা করতে বাধ্য হচ্ছেন। কারণ, তার চেয়ে গুরুত্বপূর্ণ যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক স্বার্থ।
জুবায়ের জোর দিয়ে বলেন, খাসোগি হত্যার সঙ্গে যুবরাজ জড়িত নন।
তিনি বলেন, আমরা বিষয়টি স্পষ্ট করেছি। এ বিষয়ে তদন্ত চলমান। দায়ীদের শাস্তি দেয়া হবে।


আরো সংবাদ



premium cement
হালুয়াঘাটে বিএনপি ঘরানার আব্দুল হামিদ বিজয়ী সোহেল চৌধুরী হত্যা মামলার রায় আজ ৫ ঘণ্টা পর ঢাকার সাথে উত্তরবঙ্গের রেল যোগাযোগ স্বাভাবিক খাগড়াছড়িতে ৩ উপজেলার ফলাফল ঘোষণা, একটিতে স্থগিত সমুদ্র পথ থেকে হজ কাফেলা যেভাবে বিমান যাত্রায় বিবর্তন হলো নাসিরনগর উপজেলায় প্রথম নারী চেয়ারম্যান রোমা, সরাইলে শের আলম ফিলিস্তিনে গণহত্যা বন্ধ না হলে মুসলিম বিশ্ব বসে থাকবে না : ড. মুহাম্মদ রেজাউল করিম ইউক্রেনের সহায়তায় ব্যবহারের জন্য চুক্তিতে পৌঁছেছে ইইউ আটক করা রুশ সম্পদ আফগানিস্তানে তালেবান গাড়িবহরে বোমা হামলা, নিহত ৩ ইসরাইলকে চূড়ান্ত হুমকি বাইডেনের বগি লাইনচ্যুত, ঢাকার সাথে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

সকল