২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

ক্ষোভের আগুনে পুড়ছে ইউনিক আইডি

-

ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের ইউনিক আইডি প্রদানের জন্য সরকার যে উদ্যোগ নিয়েছে তা শিক্ষার্থী এবং অভিভাবকদের সাথে নিষ্ঠুর রসিকতা ছাড়া আর কিছু নয়। শিক্ষার্থীর নাম, পিতা-মাতার নাম, শিক্ষাগত সনদ প্রভৃতির মিল থাকার শর্তে যে ফরম ওঊওগঝ প্রকল্প পূরণ করতে বলেছে তা কতটুকু বাস্তবসম্মত তা তারা নিজেরাই হয়তো জানেন না। এই অতিমারীর সময় যখন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ এবং সাধারণ মানুষ জীবন-জীবিকার জাঁতাকলে পিষ্ট, তখন এসব তথ্যের সমন্বয় করতে গিয়ে ভুুক্তভোগীরা নাজেহাল-পেরেশান হচ্ছেন। আরো আশ্চর্যের বিষয় হলো, ফরম পূরণ আপাতত স্থগিত করা হলেও বেশির ভাগ শিক্ষাপ্রতিষ্ঠান তা মানছে না। বরং এ জন্য শিক্ষার্থীদের চাপ দিয়েই যাচ্ছে। ফলে সরকারের ওপর মানুষের ক্ষোভ বেড়েই চলছে। তাই অনেকেরই অভিমত, এ প্রকল্প বাতিল করে করোনা-পরবর্তী শিক্ষাবর্ষ থেকে শুধু নতুন শিক্ষার্থীদের বেলায় তা কার্যকর করা হোক এবং পুরনো শিক্ষার্থীদের এ ঝামেলা থেকে অব্যাহতি দেয়া হোক।
আবু সালেহ
দশমাইল, দিনাজপুর


আরো সংবাদ



premium cement