৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫
`


ধূমপানের নামে বিষপান

-

ঘণ্টায় ঘণ্টায় টিভির প্রায় সব চ্যানেলে বলে থাকে, ধূমপান বিষপান, ধূমপানে মৃত্যু ঘটায়। সিগারেটের প্যাকেটেও তা লেখা থাকে। এই সরকার রাস্তায় ধূমপান করলে ৩০০ টাকা জরিমানা করার কথা। রাস্তা কারো পৈতৃক সম্পত্তি নয়। আমরা যারা ডায়াবেটিস রোগী তারা সকাল-বিকেল রাস্তায় হাঁটতে পারি না। এটা যেন একটি পাগলের দেশ। কারণ, চোরকে বলে চুরি কর, গৃহস্থকে বলে সজাগ থাকো। চরমোনাইর বর্তমান পীর সাহেবের বাবা মরহুম ইছহাক সাহেব যেখানে হুঁশিয়ার করতেন, ধূমপান হারাম। তখন সব দোকানদার তা বিক্রি বন্ধ করে দিয়েছে। আগে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা করা হতো। বর্তমান বহু জনপ্রতিনিধি এমপি, চেয়ারম্যান, মেম্বার, পুলিশ জনসমক্ষে রাস্তায় সিগারেট পান করে থাকেন। তারা কিভাবে জনপ্রতিনিধি থাকেন? মোবাইল কোর্টের মাধ্যমে ৩০০ টাকার পরিবর্তে ১০০০ টাকা জরিমানা করে এ অর্থ পুরো আদায় করে ধূমপান বিষপান বন্ধ করার দাবি করছি।
জনগণের পক্ষে থেকে
সৈয়দ মো: ইসমাইল
নাওড়ী সৈয়দবাড়ী মাদরাসা, সোনাইমুড়ি, নোয়াখালী


আরো সংবাদ



premium cement