১৭ মে ২০২৪, ০৩ জৈষ্ঠ ১৪৩১, ০৮ জিলকদ ১৪৪৫
`


ভোলাহাটে টেলিটক নেটওয়ার্ক চাই

-

বাংলাদেশের উত্তরাঞ্চলের সর্বশেষ জেলা চাঁপাইনবাবগঞ্জের সর্বপশ্চিমে চারটি ইউনিয়নের সমন্বয়ে গঠিত ভোলাহাট উপজেলা। জেলার অন্তর্গত বরেন্দ্রীয় ক্ষুদ্র জনপদ। জেলা সদর থেকে প্রায় ৫৬ কিলোমিটার দূরে মহানন্দা নদীর তীরে অবস্থিত। এর পশ্চিমে ভারতের মালদহ। একাদশ জাতীয় নির্বাচনের ভোটার সংখ্যা ৭৪ হাজার ১৭৩ জন। মোট জনসংখ্যা এক লাখ ৪০ হাজার প্রায়। সাক্ষরতার হার প্রায় ৭০ শতাংশ। কিন্তু দুঃখের বিষয়, বর্তমান সরকার ডিজিটাল-বান্ধব হওয়ার পরেও ভোলাহাট উপজেলায় নেই টেলিটকের নেটওয়ার্ক। উপজেলায় বাংলাদেশ রাষ্ট্রায়ত্ত মোবাইল ফোন অপারেটর টেলিটক সিমের নেটওয়ার্ক না থাকায় প্রতিনিয়তই বিড়ম্বনায় পড়ছে জনসাধারণ ও শিক্ষার্থীরা। ফলে বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয়ে ভর্তির টাকা পাঠানো, চাকরিসহ অনলাইনে সব ধরনের আবেদন ফি পাঠাতে না পারায় দারুণ দুশ্চিন্তায় রয়েছে ভুক্তভোগীরা। এ সেবা থেকে বঞ্চিত হচ্ছে ভোলাহাট উপজেলার সাধারণ মানুষ।
আলি হায়দার রুমা, ভোলাহাট, চাঁপাইনবাবগঞ্জ


আরো সংবাদ



premium cement