১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

বিশ্বকাপের উদ্বোধনী দিনেই মুখোমুখি হবে বাংলাদেশ-ভারত!

বিশ্বকাপের উদ্বোধনী দিনেই মুখোমুখি হবে বাংলাদেশ-ভারত! - সংগৃহীত

বিশ্বকাপের উদ্বোধনী দিনেই মাঠে নামছে বাংলাদেশ। প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী ভারত। যদিও বিশ্বকাপের কোনো ম্যাচ নয়, শিরোপার লড়াই শুরুর আগেই টাইগারদের সামনে রোহিত শর্মার দল। আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচে দেখা হবে দু’দলের।

বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচের সূচি প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। প্রতিটি দলকেই দু’টি করে প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ করে দিয়েছে তারা। ফলে বিশ্বকাপ শুরুর আগে প্রস্তুতি পূর্ণ করতে বাংলাদেশও ম্যাচ পেয়েছে দু’টি।

প্রথম ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হবে স্বাগতিক যুক্তরাষ্ট্রের। ২৮ মে টেক্সাসের গ্র্যান্ড প্রেইরি ক্রিকেট স্টেডিয়ামে খেলবে দুই দল। আর দ্বিতীয় ওয়ার্ম-আপ ম্যাচ খেলবে ভারতের বিপক্ষে, ১ জুন। যেদিন আবার পর্দা উঠবে বিশ্বকাপের। যদিও এই ম্যাচের ভেন্যু এখনো নির্ধারণ করেনি আইসিসি।

এদিকে বিশ্বকাপ খেলতে বাংলাদেশ দল ইতোমধ্যেই যুক্তরাষ্ট্রে পৌঁছেছে। শুক্রবার (১৭ মে) ভোরে হিউস্টনের জর্জ বুশ ইন্টারকন্টিনেন্টাল এয়ারপোর্টে পা রাখে তারা। বিশ্বকাপের আগে যেখানে স্বাগতিকদের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে টাইগাররা। আগামী ২১, ২৩ এবং ২৫ মে অনুষ্ঠিত হবে ম্যাচ তিনটি।


আরো সংবাদ



premium cement