০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫
`


ঋণ কর্তন না করার আবেদন

-

মাননীয় প্রধানমন্ত্রী, আপনি মুক্তিযোদ্ধা ও জনগণের বন্ধু, একান্ত আপনজন ও দুর্দিনের বন্ধু, সুদিনের সঙ্গী। মুক্তিযোদ্ধাদের অভাব- অভিযোগ, আশা-আকাক্সক্ষার সমাধান আপনিও প্রত্যাশা করেন। নতুনরূপে আমরা আপনাকে পেয়েছি। তাই নতুন করে আপনাকে জানাই আমাদের অভিনন্দন। মুক্তিযোদ্ধাদের সরকার তিন লাখ টাকা ঋণ দিয়েছেন। এতে অসহায় অসচ্ছল মুক্তিযোদ্ধারা অনেক উপকৃত হয়েছেন। বিশেষ করে তিন ভাগের আড়াই ভাগ মুক্তিযোদ্ধাই গরিব ও অসহায়। আমাদের আকুল আবেদন, ভাতার অনুকূলে যে ঋণ প্রদান করেছেন, ওই ঋণের অনুকূলে দুই ঈদে যেন ঋণ কর্তন করা না হয়। ঋণ কর্তন করা হলে গরিব ও অসহায় মুক্তিযোদ্ধাদের বিশেষ সমস্যায় পড়তে হয়। আগেও ভাতার অনুকূলে দুই ঈদে ঋণ কর্তন করা হতো। আগে মুক্তিযোদ্ধারা সামান্য ভাতা পেতেন। আপনি প্রধানমন্ত্রী হওয়ার পর আমরা ১০ হাজার টাকা করে ভাতা পাচ্ছি। এ জন্য আপনার কাছে কৃতজ্ঞ। একান্ত আরজ, আপনি মুক্তিযুদ্ধের সপক্ষের সরকার এবং অভিভাবক; সেহেতু দু’ঈদে আমাদের ভাতার অনুকূলে যাতে ঋণের টাকা কর্তন না হয় তার জন্য আগামী ঈদ থেকেই ব্যবস্থা গ্রহণ করবেন।
মো: আতিক উল্যাহ, দৌলতখান, ভোলা


আরো সংবাদ



premium cement