০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫
`


স্ত্রীকে গালি দিয়ে জরিমানা

-

ঘটনাটি দক্ষিণ-পশ্চিম চীনের সিচুয়ান প্রদেশের। সেখানে দুর্ঘটনায় পঙ্গু স্ত্রীকে ‘আবর্জনা’ বলে গালি দিয়েছিলেন ঝাও নামের এক ব্যক্তি। এ ঘটনার জেরে চীনের এক আদালত তাকে চার হাজার ২০০ মার্কিন ডলার জরিমানা করেছে।
২০০৭ সালে ছিয়ান নামের এক নারীকে বিয়ে করেন ঝাও। তাদের দুই ছেলে রয়েছে। ২০১৫ সাল পর্যন্ত সুখেই সংসার করছিলেন তারা। ওই বছর এক দুর্ঘটনায় শারীরিকভাবে পঙ্গু হয়ে পড়েন ছিয়ান, হুইলচেয়ার ছাড়া চলাচলে অক্ষম হয়ে পড়েন। এর পর থেকেই স্ত্রীর প্রতি ঝাওয়ের আচরণ পাল্টে যায়।
দুর্ঘটনায় কাজকর্ম করার ক্ষমতা হারান ছিয়ান। তখন থেকেই ছিয়ানকে অবজ্ঞা করতে শুরু করেন ঝাও। তাকে যখন-তখন গালাগালিও করতে থাকেন। একপর্যায়ে বিয়েবিচ্ছেদের আবেদন করেন ঝাও। তখনই নিজের অধিকার আদায়ের জন্য অভিযোগ করেন ছিয়ান।
আদালতের শুনানিতে জানা যায়, স্ত্রীর প্রতি যত্ন ছিল না ঝাওয়ের। শারীরিক প্রতিবন্ধী অবস্থায় ছিয়ানকে সাহায্য দূরের কথা, উল্টো অবজ্ঞা করতেন তিনি। একাধিক শুনানির পর আদালত রায় দেয়, ছিয়ানের ক্ষতি করেছেন ঝাও। তার আচরণ মানসিক অত্যাচারের শামিল। ছিয়ানকে ৩০ হাজার ইউয়ান (চার হাজার ২০০ মার্কিন ডলার) জরিমানা দেবেন ঝাও।
এ ছাড়া বিচ্ছেদের পর দু’জনের মিলিত সম্পদ থেকে মাত্র ৪০ শতাংশ পাবেন ঝাও। এ ঘটনা চীনের সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। অনেকের মাঝেই ক্ষোভ দেখা যায় ঝাওয়ের প্রতি। এমনকি তাকে আরো কঠিন শাস্তি দেয়া উচিত ছিল বলে মন্তব্য করেন অনেকে। ইন্টারনেট।


আরো সংবাদ



premium cement