৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫
`


গ্রামীণ ব্যাংকের তিন কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা

-

প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে সদস্যদের টাকা বিতরণ না করে আত্মসাতের অভিযোগে গ্রামীণ ব্যাংকের তিন কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদকের জনসংযোগ বিভাগ জানায়, গতকাল মঙ্গলবার দুদকের গোপালগঞ্জ জেলা কার্যালয়ে মামলাটি দায়ের করেন সহকারী পরিচালক বিজন কুমার রায়। প্রায় দেড় বছর আগে দুদকের গোপালগঞ্জ জেলা কার্যালয় প্রতিষ্ঠার পর এটি প্রথম মামলা।
এজাহারভুক্ত আসামিরা হলেন- গ্রামীণ ব্যাংকের মাদারীপুর জোনের ডুমুরিয়া টুঙ্গিপাড়া শাখার অফিসার অসীম বৈদ্য, প্রিন্সিপাল অফিসার সজল কুমার মজুমদার ও অফিসার শেখ নাজমুল ইসলাম। এজাহারে বলা হয়, গ্রামীণ ব্যাংকের ডুমুরিয়া টুঙ্গিপাড়া শাখার ১৪ জন সদস্যের ঋণের টাকা পুরোপুরি বিতরণ না করে আসামিরা পরস্পর যোগসাজশে দুই লাখ ৬৯ হাজার ৬১২ টাকা আত্মসাৎ করেন। কমিশনের অনুমোদনের পর মঙ্গলবার মামলাটি দায়ের করা হয়।

 

 


আরো সংবাদ



premium cement