২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

বালুর প্রাসাদ

-

৬৭ ফুট উঁচু বালুর প্রাসাদ বানিয়ে গিনেস রেকর্ড ভেঙেছে ডেনমার্ক। পাঁচ হাজার টন বালু দিয়ে তৈরি এই প্রাসাদকে বলা হচ্ছে বিশ্বের সবচেয়ে উঁচু বালুর প্রাসাদ। এর আগে বিশ্বের সবচেয়ে উঁচু বালুর প্রাসাদ তৈরির খেতাব ছিল জার্মানির। ৫৮ ফুট উঁচু ওই প্রাসাদটি বিশ্বের সবচেয়ে উঁচু প্রাসাদ হিসেবে ঠাঁই করে নিয়েছিল গিনেস বুকে। ডেনমার্কের এই প্রাসাদ ওই প্রাসাদের চেয়েও তিনগুণ বড়। ডেনমার্কের এই বালুর প্রাসাদ তৈরি করা হয়েছে মিসরের পিরামিডের আদলে। প্রাসাদের উপরে করোনার মডেল মুকুট হিসেবে পরানো হয়েছে। বিশ্বজুড়ে চলমান করোনার রাজত্ব বোঝাতে এই মুকুট পরানো হয়েছে বলে জানিয়েছেন শিল্পীরা।
প্রাসাদটি তৈরি করেছেন ডাচ শিল্পী উইলফ্রেড স্টিগার। এই কাজে তাকে সহযোগিতা করেছেন ৩০ জন বালু শিল্পী। বালুর তৈরি প্রাসাদের স্থায়িত্ব নিয়ে প্রশ্ন উঠতে পারে। কারণ অস্থায়ী কিছু বোঝাতে সাধারণত বালুর বাঁধ কিংবার বালুর প্রাসাদের উদাহরণ টানা হয়। তবে এই প্রাসাদের স্থায়িত্ব বাড়াতে বালুর সাথে কাদা ও আঠার প্রলেপ দেয়া হয়েছে। এই প্রাসাদ শীত গ্রীষ্ম বর্ষা সব ঋতুতেই যেন ঝড়-ঝাপটা সামলাতে পারে এ জন্য বালুর সাথে ১০ ভাগ কাদা ব্যবহার করা হয়েছে। সঙ্গে দেয়া হয়েছে আঠার প্রলেপ। ইন্টারনেট।


আরো সংবাদ



premium cement