০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫
`


দেশে বিধবা নারীর সংখ্যা ৫৩ লাখ

-

দেশে গত চার বছরে বিধবার হার বেড়েছে ০.৮ ভাগ। এর ফলে বর্তমানে মোট নারী জনগোষ্ঠীর ৯ দশমিক ৫ ভাগ বিধবা। সে হিসাবে বর্তমানে দেশে বিধবা নারীর সংখ্যা ৫২ লাখ ৭৩ হাজার ৭০ জন। গতকাল আন্তর্জাতিক বিধবা দিবস উপলক্ষে বিবিএসের জরিপে এ তথ্য জানানো হয়েছে। ২০১০ সাল থেকে জাতিসঙ্ঘ আন্তর্জাতিক বিধবা দিবস চালু করেছে।
বিবিএসের জরিপে বলছে, দেশে গত চার বছরে বিধবার হার বেড়েছে ০.৮ ভাগ। এর ফলে বর্তমানে মোট নারী জনগোষ্ঠীর ৯ দশমিক ৫ ভাগ বিধবা। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়নের অনুসারে, দেশে নারীর সংখ্যা আট কোটি ৭ লাখ। বিবিএসের ‘দি রিপোর্ট অন বাংলাদেশ স্যাম্পল ভাইটাল স্ট্যাটিসটিকস ২০১৯’ শীর্ষক এই জরিপ বলছে, এসব নারীর ৬৩ দশমিক ৮ ভাগ বিবাহিত। অর্থাৎ দেশে ৫ কোটি ৫৫ লাখ ৬ হাজার নারী বিবাহিত; যাদের ৯ দশমিক ৫ ভাগ বিধবা। এর সংখ্যা ৫২ লাখ ৭৩ হাজার ৭০ জন।
জরিপে বলা হয়, দেশে বিধবা নারী ২০-২৪ বছর বয়সী মধ্যে ০.৪ ভাগ, ২৫-২৯ বছর বয়সী ০.৭ ভাগ, ৩০-৩৪ বছর বয়সী ১ দশমিক ৩ ভাগ, ৩৫-৩৯ বছর বয়সী বিধবা ৩ দশমিক ১ ভাগ, ৪০-৪৪ বছর বয়সী বিধবা নারী হার ৬ ভাগ। ৪৫-৪৯ এর মধ্যে ১০ দশমিক ৪ ভাগ, ৫০-৫৫ বছরের মধ্যে ১৯.১ ভাগ, ৫৫-৫৯ বছর বয়সী ২৭ দশমিক ৮ ভাগ, ৬০-৬৪ বছর বয়সী বিধবা নারী রয়েছেন ৪২ দশমিক ৪ ভাগ, ৬৫ বছরের তদূর্ধ্ব ৬৭ দশমিক ৫ ভাগ নারী বিধবা রয়েছেন।
অন্য দিকে দ্য লোম্বা ফাউন্ডেশনের তথ্য বলছে, বিশ্বে প্রায় ২৫ কোটি ৮০ লাখ বিধবা নারী রয়েছেন। এর সাথে করোনা মহামারীতে প্রায় আরো এক লাখের বেশি নারীকে বিধবা হতে হয়েছে।


আরো সংবাদ



premium cement