২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

অসম্পূর্ণ মুক্তিযুদ্ধকে সম্পূর্ণ করতে হবে : ডা: জাফরুল্লাহ চৌধুরী

-

ভাসানী অনুসারী পরিষদের চেয়ারম্যান ও গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা: জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, লাখো শহীদের রক্তে অর্জিত বিজয় ১৯৭১-এর ১৬ ডিসেম্বরের পরই আমরা হারিয়ে ফেলেছি। আজকে সেই বিজয় পুনরুদ্ধারের সময় এসেছে। আজকে মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদানের ক্ষুদ্র প্রয়াস করা হয়েছে। সেটার সাথে আরেকটি প্রতিশ্রুতি দেয়ার সময় এসেছে, নতুনভাবে দেশকে গড়তে হবে। অসম্পূর্ণ মুক্তিযুদ্ধকে শেষ করতে হবে। হারিয়ে যাওয়া বিজয় পুনরুদ্ধারের দায়িত্ব নতুন প্রজন্মকে নিতে হবে। তবেই বাংলাদেশ মুক্তিযুদ্ধের কাক্সিক্ষত রাষ্ট্রে পরিণত হবে।
স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনে মার্চের প্রথম দিনেই রণাঙ্গনের ৯৫ বীর মুক্তিযোদ্ধার হাতে জাতীয় পতাকা তুলে দিয়ে এবং উত্তরীয় পরিয়ে তাদেরকে সম্মান জানিয়েছে ভাসানী অনুসারী পরিষদসহ চারটি সংগঠন। গতকাল জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে ভাসানী অনুসারী পরিষদ, গণসংহতি আন্দোলন, ছাত্র-যুব-শ্রমিক অধিকার পরিষদ এবং রাষ্ট্রচিন্তার উদ্যোগে মুক্তিযোদ্ধাদের এ সম্মাননা প্রদান করা হয়। এতে বীর মুক্তিযোদ্ধাদের প্রত্যেককে একটি করে সম্মাননা পত্র ও ক্রেস্ট দেয়া হয়। গণসংহতি আন্দোলনের জুনায়েদ সাকি, ছাত্র-যুব-শ্রমিক অধিকার পরিষদের নুরুল হক নুর, রাষ্ট্রচিন্তার হাসনাত কাইয়ুমসহ নতুন প্রজন্মের নেতৃবৃন্দ একাত্তরের বীর মুক্তিযোদ্ধাদের উত্তরীয় পরিয়ে দেন। পরে বীর মুক্তিযোদ্ধারা বাংলাদেশের লাল-সবুজ পতাকা নতুন প্রজন্মের হাতে তুলে দেন।
ডা: জাফরুল্লাহ চৌধুরী বলেন, এক ব্যক্তি পাকিস্তানের জেলে থেকে একা বাংলাদেশের স্বাধীনতা আনেননি। আমরা সবাই মিলিতভাবে স্বাধীনতা অর্জন করেছি। তাই সবাই মিলে অসম্পূর্ণ মুক্তিযুদ্ধকে সম্পূর্ণ করতে হবে।
তিনি বলেন, আমাদের দুর্ভাগ্যÑ আমরা সবসময় ৩০ লাখ শহীদের কথা বলি কিন্তু সেই তালিকাটি কোথায়? সেই তালিকা আছে ভারতের কাছে। সেই তালিকা ভারত দেয় না। কেননা সেটা প্রশ্ন তুলবে এত মানুষ মারা গেলে কেন?
সম্মাননাপ্রাপ্তরা হলেনÑ বীর মুক্তিযোদ্ধা ডা: জাফরুল্লাহ চৌধুরী, ক্যাপ্টেন (অব:) নুরুল হুদা, ক্যাপ্টেন (অব:) সাখাওয়াত হোসেন, মিজানুর রহমান খান, শেখ রফিকুল ইসলাম বাবলু, আবুল বাশার, লায়লা পারভীন বানু, ইশতিয়াক আজিজ উলফাত, মোজাম্মেল হোসেন, এ কে এম রেজাউল হক, আবদুল কাইয়ুম খান, আবুল হোসাইন, কে এম মাহবুবুল আলম, আব্দুল্লাহীল সাফী, মকবুল হোসেন সন্টু, হাবিবুর রহমান প্রমুখ।


আরো সংবাদ



premium cement