০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১, ২৮ শাওয়াল ১৪৪৫
`


অভিনব বনভোজন

-

ভিক্ষাবৃত্তি করে দিন যাপন করলেও তাদের মধ্যেও ইচ্ছা থাকে বনভোজনের। তাদের সেই ইচ্ছা পূরণ করতেই এগিয়ে এলেন ভারতের পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলার কয়েকজন যুবক। খোনকার চন্দ্রকোনা পৌরসভায় গড়ে তোলা হয়েছে একটি ওয়েলফেয়ার সোসাইটি। এলাকার ক্ষুদ্র ব্যবসায়ী, যুবকদের নিয়ে তৈরি এই সোসাইটি। এবার সেই সোসাইটি ষষ্ঠ বর্ষে পদার্পণ করেছে। এই দিনটিকে স্মরণীয় করে রাখতে চন্দ্রকোনার আশপাশ এলাকার ৬০-৭০ জন ভিক্ষুককে নিয়ে এ দিন চন্দ্রকোনার ধামকুড়িয়া জঙ্গলে এক বনভোজনের আয়োজন করেন সোসাইটির সদস্যরা।
সোসাইটি সূত্রে জানানো হয়েছে, এ দিন সকালে গাড়ি ভাড়া করে বাড়ি বাড়ি গিয়ে ভিক্ষুকদের তুলে নিয়ে আসা হয় ধামকুড়িয়া জঙ্গলে। তাদের দুপুরে পেট ভরে ভাত, ডাল, মাছ, গোশত, তরকারি ছাড়াও দই, মিষ্টি, চাটনি, পাঁপর সহযোগে খাবারের আয়োজন করা হয়। এ ছাড়া তাদের হাতে নতুন বস্ত্রও তুলে দেয়া হয়।
সোসাইটির সদস্যরা জানিয়েছেন, বছরের প্রতিটা দিন অন্যের বাড়ি বাড়ি গিয়ে ভিক্ষাবৃত্তি করে দিনযাপন করে এই মানুষগুলো। তাদের একটা দিন আনন্দ দিতে এই বনভোজনের আয়োজন করেছিলাম আমরা। ইন্টারনেট।

 


আরো সংবাদ



premium cement