০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১, ২৯ শাওয়াল ১৪৪৫
`


এবার মিরপুরের কালশী বস্তিতে আগুন, অর্ধশত কাঁচাঘর পুড়ে ছাই

-

রাজধানীর মোহাম্মদপুর ও মহাখালীর সাততলা বস্তিতে আগুন লাগার কয়েক ঘণ্টা না যেতেই মিরপুরের কালশী বস্তিতে অগ্নিকাণ্ড ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মী দলের সদস্যরা প্রায় ৪ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। আগুনে অর্ধশত কাঁচাঘর ছাড়াও বেশ কিছু টং দোকান পুড়ে ছাই হয়ে যায়।
গত মঙ্গলবার রাত ২টার দিকে মিরপুর ১১ নম্বরে কালশী নামক বস্তিতে এ ঘটনা ঘটে। কি কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেটি তদন্তের পর্যায়ের রয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দফতর সংশ্লিষ্টরা।
এ দিকে একের পর এক বস্তিতে অগ্নিকাণ্ড জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। অনেকে মনে করছেন হঠাৎ করে শুধু বস্তিতেই কেন আগুন লাগার ঘটনা ঘটছে? এর নেপথ্যে কি কিছু রয়েছে? গতকাল রাতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দফতরের ডিউটি অপারেটর এনামুল হক নয়া দিগন্তকে বলেন, মিরপুর ১১ নম্বর রোডের কালশী বস্তিতে মঙ্গলবার রাত ২টা ১০ মিনিটে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক সালেহ উদ্দিনের নেতৃত্বে ১২টি ইউনিট গিয়ে ৪ ঘণ্টা চেষ্টার পর গতকাল বুধবার ভোর ৬টা ২৮ মিনিটে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনেন। আগুনের ক্ষয়ক্ষতি সম্পর্কে তিনি বলেন, ৪৩টি কাঁচাঘর এবং ১২টি কাঁচা টং দোকান ঘর সম্পূর্ণ পুড়ে গেছে। তবে হতাহতের কোনো সংবাদ পাওয়া যায়নি।
বারবার শুধু বস্তিতেই কেন আগুন লাগার ঘটনা ঘটছে এমন প্রশ্নের উত্তরে ফায়ার সার্ভিসের দায়িত্বশীল এক কর্মকর্তা নাম না প্রকাশের শর্তে বলেন, ‘এর জন্যই তো আগুন লাগার কারণগুলো আমাদের কর্মকর্তাদের নিয়ে গঠিত কমিটির পক্ষ থেকে তদন্ত করে দেখা হচ্ছে। তাই তদন্তের আগেই আগুন লাগার কারণ বলা যাচ্ছে না।’
উল্লেখ্য, সোমবার রাত ১২টার দিকে মহাখালীর সাততলা বস্তিতে আগুন লাগার ১৪ ঘণ্টা পরই মোহাম্মদপুরের জহুরী মহল্লার বিহারি পট্টি বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের সদস্যরা দু’টি আগুন নেভালেও এসব আগুন লাগার কারণ তারা এখনো খুঁজে পাননি।

 


আরো সংবাদ



premium cement