০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১, ২২ শাওয়াল ১৪৪৫
`


হেলথ টিপস : মাল্টার মাল্টি গুণাগুণ

-

জনপ্রিয় ও সহজলভ্য একটি ফল মাল্টা। এটি প্রায় সারা বছরই বাজারে পাওয়া যায় এবং দামেও তুলনামূলক সস্তা। জনপ্রিয় এ ফলটির পুষ্টিগুণ কিন্তু অনেক। মাল্টাতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন-সি, ভিটামিন-বি, ক্যালসিয়াম, ফসফরাস ও চর্বিমুক্ত ক্যালোরি। শুধু তাই নয় মাল্টার স্বাস্থ্যগুণও কম নয়, রয়েছে কিছু ওষুধি গুণও।
শীতকালীন ঠোঁট ফাটা, পায়ের তালু ও হাতের তালু ফাটা রোগ প্রতিরোধ করে মাল্টা। সর্দি, নাক বন্ধ থাকা, টনসিলের সমস্যা, গলাব্যথা, জ্বর জ্বরভাব, হাঁচি-কাশি, মাথাব্যথা, ঠাণ্ডাজনিত দুর্বলতাসহ এ জাতীয় সমস্যাগুলো দূর করে মাল্টা।
অন্য দিকে, পাকস্থলীকে সুস্থ রাখতেও সহায়তা করে এ ফলটি। তাই নিয়মিত মাল্টা খাওয়ার অভ্যাস পাকস্থলীর আলসার ও কোষ্ঠকাঠিন্য থেকে সুরক্ষা দেয়। মাল্টা ভিটামিন-সি-সমৃদ্ধ ফল, যা অ্যান্টি-অক্সিডেন্টগুলোর উৎস। এটি ত্বকের সজীবতা বজায় রাখে এবং ত্বকের বলিরেখা প্রতিরোধ করে লাবণ্য ধরে রাখে। মাল্টা ইনফেকশন প্রতিরোধে সহায়তা করে। এটি প্রদাহজনিত রোগ সারিয়ে তুলতে সহায়তা করে। আবার দাঁত, চুল, ত্বক ও নখেরও পুষ্টি জোগায় এ ফলটি।
একটি গবেষণায় দেখা গেছে, যারা নিয়মিত মাল্টা খায় তাদের দাঁতের রোগ অনেক কম হয়। জিহ্বায় ঘা, ঠোঁটের ঘা, জ্বরের সময় ঠোঁটসহ ত্বক, জিহ্বার অনেক রোগ ভালো করে মাল্টা। নিয়মিত মাল্টা খেলে দেহের রোগ প্রতিরোধক্ষমতা অনেক বেড়ে যায়। মাল্টার ভিটামিন-সি দেহের ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে। এ ছাড়া শরীরের কোলন ক্যান্সার ও ব্রেস্ট ক্যান্সারের অন্যতম প্রতিরোধক হিসেবেও কাজ করে মাল্টা।
অন্য দিকে, রক্তের চর্বির পরিমাণ কমাতে সহায়তা করে মাল্টা। প্রবীণ, গর্ভবতী নারী, মাতৃদুগ্ধদানকারী নারীদের নিয়মিত মাল্টা খাওয়া উচিত। কারণ এতে দেহের রোগ প্রতিরোধক্ষমতা বেড়ে যায়। ত্বকের সৌন্দর্য চর্চায়ও নিয়মিত মাল্টা খেতে পারেন। ইন্টারনেট।


আরো সংবাদ



premium cement
চীনা অ্যাপ টিকটক নিষিদ্ধ করার পক্ষে ৫০ ভাগ আমেরিকান রাজবাড়ীতে মালবাহী ট্রেন লাইনচ্যুত, রেল যোগাযোগ বন্ধ রাফায় হামলার ব্যাপারে ইসরাইলকে হুঁশিয়ারি হামাসের স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে নৌকাডুবি, ৫০ শরণার্থীর মৃত্যুর ‌শঙ্কা ফিলিপাইনে খরায় জলাধার শুকিয়ে জেগে উঠেছে ৩০০ বছর আগের নগর ঢাকাসহ বিভিন্ন জেলায় আজ প্রবল কালবৈশাখী ও শিলাবৃষ্টি হতে পারে সাবমেরিন বিধ্বংসী স্মার্ট ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা ভারতের মোস্তাফিজের মেইডেন দিয়ে আলোচনা ইসরাইলের সাথে সম্পর্ক ছিন্ন কলম্বিয়ার বাংলাদেশ-সৌদি আরবের যৌথ উদ্যোগে ইউরিয়া সার কারখানার সম্ভাব্যতা সমীক্ষা সম্পন্ন আগামী ২ বছর উন্নয়নশীল এশীয় অর্থনীতির প্রবৃদ্ধি ৪.৯ শতাংশ থাকার আশা এডিবি প্রেসিডেন্টের

সকল