০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫
`


রাজধানীতে ছুরিকাঘাতে সুপারভাইজার নিহত

-

রাজধানীর সায়েদাবাদে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আক্তার হোসেন সিকদার (৫০) নামে বাস কাউন্টারের এক সুপারভাইজার নিহত হয়েছেন। গতকাল শনিবার ভোর সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। তিনি যাতায়াত পরিবহনের বাস কাউন্টারের সুপারভাইজার ছিলেন। প্রতিদিনের মতো গতকাল ভোরের কর্মস্থলে যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হন বাস কাউন্টার সুপারভাইজার আক্তার হোসেন।
প্রত্যক্ষদর্শী এক ব্যক্তি জানান, ভোরে ফজরের নামাজ পড়তে মসজিদে যাওয়ার পথে তিনি একজনকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। আর স্বজনদের দাবি, বাসের টিকিট কাউন্টারে কাজ করায় আক্তার হোসেনের কাছে টাকা থাকত। সেই টাকা ছিনিয়ে নিতেই ছিনতাইয়ের ঘটনাটি ঘটে থাকতে পারে।
স্বজনরা জানান, ভোর সোয়া ৪টায় তিনি কাজে যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হন। গলির মুখে যেতেই ছিনতাইকারীরা তার সাথে থাকা টাকা, মোবাইল, মানিব্যাগ ছিনিয়ে নিতে চায়। বাধা দিলেই ছিনতাইকারীরা তাকে বুকে ছুরিকাঘাত করে সাথে থাকা টাকা, মোবাইল ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। পরে, স্বজনরা তাকে প্রথমে ইসলামী ব্যাংক হাসপাতাল এরপর ঢাকা মেডিক্যালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আক্তার হোসেনের ভাতিজা রাকিব সিকদার জানান, বাসা থেকে সায়েদাবাদে কাউন্টারের উদ্দেশে ভোরে ফজরের আজানের আগে বের হয়েছিলেন তার চাচা। সায়েদাবাদের লিচু বাগান মসজিদের পাশে একটি গলিতে তাকে ছুরিকাঘাত করা হয়। রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে লোকজন তাদের সংবাদ দেয়।
তিনি বলেন, তার চাচা ভোরে টাকা নিয়ে বাস কাউন্টারে যান। তার কাছে টাকার ব্যাগ, মানিব্যাগ কিছুই পাইনি। তাদের ধারণা ছিনতাইকারীরা তাকে ছুরি মেরে তার কাছে থাকা টাকা নিয়ে গেছে। তার কাছে আনুমানিক ২০-৩০ হাজার টাকা ছিল।
যাত্রাবাড়ী থানার ওসি মাজহারুল ইসলাম বলেন, বিষয়টি তদন্ত করে দেখছি। এটা ছিনতাইয়ের ঘটনা, না পূর্বশত্রুতার কারণে ঘটেছে। আশপাশে সিসি ক্যামেরা রয়েছে, আমরা সেটা পর্যবেক্ষণ করছি। আশা করি শিগগিরই দোষীদের বের করা যাবে।


আরো সংবাদ



premium cement
ইসরাইলগামী সকল জাহাজে হামলার হুমকি হাউছিদের কংগ্রেস সর্বোচ্চ চেষ্টা করেও ৫০ আসন পাবে না : মোদি প্যারিসের বিশ্ববিদ্যালয় থেকে ফিলিস্তিনিপন্থী শিক্ষার্থীদের সরিয়েছে পুলিশ চুক্তিতে সম্মত হতে হামাসকে ৭ দিনের আল্টিমেটাম ইসরাইলের গফরগাঁওয়ে লরিচাকায় পিষ্ট হয়ে নারী নিহত রোহিঙ্গা গণহত্যা : মিয়ানমারের বিরুদ্ধে মামলার দ্রুত নিরসনে আশাবাদী বাংলাদেশ-গাম্বিয়া দোয়ারাবাজারে মইন হত্যাকারীদের গ্রেফতার দাবিতে বিক্ষোভ সাংবাদিকদের সুরক্ষায় প্রতিটি দেশের প্রতি যুক্তরাষ্ট্রের আহ্বান জলবায়ু সঙ্কট মোকাবেলায় অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন জোরদারের আহ্বান এডিবি প্রেসিডেন্টের মিরসরাইয়ে তীব্র তাপদাহে মরছে মাছ : লোকসানের মুখে চাষিরা মহেশখালীতে ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা, এগিয়ে জয়নাল

সকল