২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

ফাঁকা রাস্তায় শেয়াল, ভাম

-

রাস্তা ফাঁকা। লোকজনের ভিড় নেই। গাড়ি চলাচলের শব্দ নেই। ফলে ভয় কমেছে ওদের মনেও। তাই কলকাতা শহরের রাস্তায় দিনেদুপুরেই দেখা মিলছে শেয়াল কিংবা ভামেদের। একই অবস্থা শহরতলিতেও। তবে লোকালয়ে ঢুকে বন্যপ্রাণীগুলো কোনোভাবে যাতে মানুষের আক্রমণের শিকার না হয়, তা নিয়ে রাজ্য বন দফতর শহরবাসীকে সতর্ক করেছে।
রাজ্য বন দফতর সূত্রের খবর, রবীন্দ্র সরোবর সংলগ্ন সাদার্ন অ্যাভিনিউ, হেস্টিংস, বিধাননগর, গল্ফ ক্লাব এলাকা, পাটুলি, আনন্দপুর, গড়িয়া অঞ্চলে শেয়ালের দেখা মিলছে। এ ছাড়াও বটানিক্যাল গার্ডেনের আশপাশের রাস্তাতেও শেয়ালের দেখা মিলেছে বলে স্থানীয় বাসিন্দারা বন দফতরকে জানিয়েছেন। আধিকারীকেরা জানান, কলকাতা এবং তার আশপাশে অনেক দিন ধরেই শেয়াল রয়েছে। মাঝেমধ্যে ফাঁকা জায়গায় তাদের দেখা যায়। মূলত মানুষের ভয়ে তারা ঝোপঝাড়ের আড়ালে লুকিয়ে থাকে। সেখান থেকেই তারা ইঁদুর বা ছোট পশুপাখি শিকার করে।
কোথায় কত সংখ্যক শেয়াল দেখা গিয়েছে, বনকর্মীরা তার হিসাব রাখার চেষ্টা করছেন। তারা জানান, শেয়ালের পাশাপাশি শহর এবং শহরতলিতে প্রচুর সংখ্যায় ভামও দেখা যাচ্ছে। এমনকি ভামের সংখ্যা বেড়েছে বলেই বন দফতরের কাছে খবর।
রাজ্যের বনমন্ত্রী রাজিব বন্দ্যোপাধ্যায় বলেন, ‘লকডাউনের পর থেকেই হঠাৎ করে রাস্তায় শেয়াল, ভাম দেখা যাচ্ছে বলে খবর এসেছে। রাস্তা ফাঁকা থাকার ফলেই এই ধরনের প্রাণীর দেখা মিলেছে। আমরা বিষয়টির ওপরে নজর রাখতে বলেছি।’ ইন্টারনেট।


আরো সংবাদ



premium cement