২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের সাংবাদিক করোনায় আক্রান্ত

-

ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের একজন সাংবাদিক করোনায় আক্রান্ত হয়েছেন। গত ২৬ মার্চ পর্যন্ত তিনি অফিস করেছেন। এরপর তিনি অসুস্থ হয়ে পড়লে তিনি সেলফ আইসোলেশনে থাকেন। এর দুই দিন পর তিনি আইইডিসিআরে ফোন করে কোভিড-১৯ পরীক্ষা করালে রিপোর্ট পজিটিভ আসে বলে জানিয়েছেন ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের এম শামসুর রহমান। তিনি জানান, ইন্ডিপেনডেন্টের ওই সহকর্মী মোট ৪৭ জনের সংস্পর্শে এসেছিলেন। তাদের সবাইকে আমরা চিহ্নিত করেছি। তাদের সবাইকে সেলফ আইসোলেশনে রেখেছি। এম শামসুর রহমান বলেন, আগামী ৫ দিন পর্যন্ত যদি কেউ করোনায় আক্রান্ত না হয় তাহলে আমরা ধরে নেবো যে আমরা করোনামুক্ত। সাংবাদিকদের মধ্যে বাংলাদেশে এই প্রথম একজন করোনায় আক্রান্ত হলেন।
এ দিকে স্বাস্থ্য অধিদফতর বর্তমানে যেসব প্রতিষ্ঠানে করোনাভাইরাস টেস্ট করা যাবে সেসব প্রতিষ্ঠানের তালিকা দিয়েছে।
করোনাভাইরাস টেস্ট করা যাবেÑ রাজধানী ঢাকার মহাখালীতে আইইডিসিআর, আইপিএইচ , আইসিডিডিআরবি, ঢাকা ক্যান্টনমেন্টে আর্মড ফোর্সেস ইনস্টিউিট অব প্যাথলজি, শেরে বাংলানগরের ঢাকা শিশু হাসপাতাল, ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন (এটা শেরে বাংলানগর থানার বিপরীতে), শাহবাগের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিক্যাল কলেজ, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল এবং আইডিইএসএইচআই। ঢাকার বাইরে চট্টগ্রামের ফৌজদারহাটে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজ, ময়মনসিংহ মেডিক্যাল কলেজ, রাজশাহী মেডিক্যাল কলেজ, রংপুর মেডিক্যাল কলেজ এবং কক্সবাজার মেডিক্যাল কলেজে।


আরো সংবাদ



premium cement