২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫
`


নিউ ইয়র্কে আলোচনা

বিডিআর হত্যাকাণ্ড দেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র

-

পিলখানায় সেনাবাহিনী কর্মকর্তাদের হত্যার ঘটনা বাংলাদেশের সার্বভৌমত্ব ও গণতন্ত্রের বিরুদ্ধে পরিকল্পিত ষড়যন্ত্র বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশী আমেরিকানরা। গত রোববার শহীদ সেনা দিবস উপলক্ষে নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ফর বাংলাদেশ আয়োজিত আলোচনা সভায় এ মন্তব্য করেন বক্তারা। সংগঠনের সভাপতি দেলোয়ার মজুমদারের সভাপতিত্বে এই সভায় বক্তব্য রাখেন মেজর (অব:) হালিম, কলামিস্ট মিনা ফারাহ, প্রবীণ সাংবাদিক কাজী শামসুল হক, সাংবাদিক ইমরান আনসারী, হোসনে আরা শেফালি, মাহবুবুর রহমান প্রমুখ।
মেজর (অব:) হালিম বলেন, সেনা অফিসার হত্যার বিচার নিয়ে আমি হতাশ। এত নির্মম একটি হত্যাকাণ্ডের বিচার নিয়ে রীতিমতো তামাশা করা হচ্ছে।
কলামিস্ট মিনা ফারাহ বলেন, বিডিআর হত্যাকাণ্ডের পেছনে বাইরের সরাসরি সম্পৃক্ততা রয়েছে বলে মনে করেন তিনি।
ইমরান আনসারী বলেন, দেশের গণতন্ত্র হত্যা এবং জাতীয়তাবাদী শক্তিকে নির্মূলের অংশ হিসেবে পিলখানায় সেনা অফিসারদের হত্যা করা হয়েছে।

 


আরো সংবাদ



premium cement