০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫
`


পরীক্ষার আগে কঠোর নজরদারি মোবাইল ব্যাংকিংয়ের ওপর

-

পরীক্ষার আগে মোবাইল ব্যাংকিংকে কঠোর নজরদারিতে আনল বাংলাদেশ ব্যাংক। এখন থেকে শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে অনুষ্ঠিত সকল পাবলিক পরীক্ষার সাত দিন আগে থেকে পরীক্ষা চলাকালীন সন্দেহজনক মোবাইল ব্যাংকিংয়ের তথ্য আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করতে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংক থেকে দেশে সেবা প্রদানরত সব মোবাইল ফিনান্সিয়্যাল সার্ভিস ও ই-ওয়ালেট সার্ভিস প্রোভাইডারের জন্য এক সার্কুলার জারি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সংস্থাগুলোর প্রধান নির্বাহী ও ব্যবস্থাপনা পরিচালককে অবহিত করা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট সূত্র জানায়, শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে প্রতিবছর জেএসসি, জেডিসি, এসএসসি, দাখিল, এইচএসসি, আলিম, ভোকেশনাল, ডিপ্লোমা এবং সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এসব পরীক্ষার আগে এক শ্রেণীর প্রতারকচক্র প্রশ্ন ফাঁসের নামে প্রশ্নের তথ্য আদান প্রদান করে। এতে তাদের লেনদেন হয় মোবাইল ব্যাংকিং ও ই-ওয়ালেটের মাধ্যমে।
এ বিষয়ে বাংলাদেশ ব্যাংককে অবহিত করার পর মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অপরাধ ঠেকাতে উদ্যোগ নেয় বাংলাদেশ ব্যাংক। এর অংশ হিসেবে গতকাল দেশে সেবা প্রদানরত সব মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস ও ই-ওয়ালেট সার্ভিস প্রোভাইডারদের জন্য বাংলাদেশ ব্যাংক থেকে এক সার্কুলার জারি করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস বিভাগের উপমহাব্যবস্থাপক মুহম্মদ বদিউজ্জামান দিদার স্বাক্ষরিত সার্কুলারে বলা হয়েছেÑ পাবলিক পরীক্ষার সাত দিন আগ থেকে পরীক্ষা চলাকালীন পর্যন্ত ২০০ টাকা থেকে দুই হাজার টাকা পর্যন্ত লেনদেনের ক্ষেত্রে কোনো সন্দেহ হলে তার তথ্য আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করতে হবে।


আরো সংবাদ



premium cement
গাজীপুরে ট্রেন দুর্ঘটনার প্রায় ৩২ ঘণ্টা পর আপ লাইন চালু ফের টেকনাফ সীমান্ত দিয়ে পালিয়ে এলো মিয়ানমারের ৪০ বিজিপি রোববার থেকে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস শুরু অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি অর্জন করলেন শিব্বির আহমদ রাজশাহী পশ্চিমাঞ্চল রেলওয়ের শিডিউল বিপর্যয়, ভোগান্তি যাত্রীদের গণহত্যা বন্ধ করে ফিলিস্তিনকে পূর্ণাঙ্গ স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে হবে : ছাত্রশিবির দোয়ারাবাজারে মইন হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ উপজেলা নির্বাচন : দ্বিতীয় ধাপে ৬১ জনকে বহিষ্কার করলো বিএনপি গাজায় ইসরাইলি গণহত্যার প্রতিবাদে সিলেটে শিবিরের বিক্ষোভ মিছিল ঝালকাঠিতে পারিবারিক দ্বন্দ্বে হত্যা, বাবা ও ভাই গ্রেফতার বন্যাবিধ্বস্ত কেনিয়া ও তানজানিয়ায় ঘূর্ণিঝড় সতর্কতা জারি

সকল