২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫
`


ইসিতে সিপিবির চিঠি ঢাকা সিটি নির্বাচনে ইভিএম বাতিল দাবি

-

ইভিএমে নির্বাচনের সিদ্ধান্ত পুনর্বিবেচনা, আচরণবিধি লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ ও কঠোরভাবে আচরণবিধি মানতে প্রার্থীদের বাধ্য করার দাবি জানিয়ে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) গতকাল শনিবার নির্বাচন কমিশনে (ইসি) চিঠি পাঠিয়েছে।
সিপিবির সম্পাদক ও ঢাকা সিটি করপোরেশন নির্বাচনের সমন্বয়ক রুহিন হোসেন প্রিন্স জানিয়েছেন, কমিশনের সচিব ঢাকায় বাইরে থাকায় সময় দিতে না পারায় এবং প্রধান নির্বাচন কমিশনের একান্ত সচিবের সাথে যোগাযোগ করতে না পারায় নির্বাচন কমিশনের দফতরে ফ্যাক্স ও ই-মেইলে এই চিঠি পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে- ইভিএমে নির্বাচন অনুষ্ঠান নিয়ে নির্বাচনে অংশগ্রহণকারী সবাই একমত হতে পারেনি। এমনকি ইভিএমের মাধ্যমে ভোটদানে অতীতে আমাদের অভিজ্ঞতাও সুখকর নয়। পৃথিবীর অন্যান্য দেশেও ইভিএম বিতর্কের অবসান হয়নি। তাই সার্বিক বিবেচনায় সব কেন্দ্রে ইভিএম ব্যবহারের বিষয়টি পুনর্বিবেচনা করার অনুরোধ করছি। এসব বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠার জন্য সংশিøষ্ট সবার সাথে সংলাপ করারও উদ্যোগ নেয়ার আহŸান জানাচ্ছি।
নির্বাচনে সব প্রার্থীর সমসুযোগ প্রদান গণতন্ত্রের জন্য অপরিহার্য। এ লÿ্যে কিছু আচরণবিধিও প্রণীত রয়েছে। কিন্তু দুঃখের সাথে দেখলাম নির্বাচনের প্রার্থিতার আবেদন জমাদান থেকে শুরু করে প্রতিদিন অনেক প্রার্থী, বিশেষত আওয়ামী লীগ ও বিএনপি মনোনীত প্রার্থীরা আচরণবিধি লঙ্ঘন করে চলেছেন। প্রতিদিনের সংবাদপত্র ও ইলেকট্রনিক মিডিয়ায় এ চিত্র ফুটে উঠছে। এ বিষয়ে নির্বাচন কমিশনের নির্বিকার ভ‚মিকা আমাদের হতাশ ও ÿুব্ধ করেছে। আচরণবিধি লঙ্ঘনকারীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ এবং সব প্রার্থীকে আচরণবিধি মানতে বাধ্য করার জন্য পদÿেপ নেয়ার দাবি জানাচ্ছি।

 


আরো সংবাদ



premium cement