১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১, ০১ জিলকদ ১৪৪৫
`


জিয়াউর রহমানের রাজনীতি ছিল মানুষের কল্যাণে : নজরুল ইসলাম খান

জিয়াউর রহমানের রাজনীতি ছিল মানুষের কল্যাণে : নজরুল ইসলাম খান - ছবি : নয়া দিগন্ত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, জিয়াউর রহমানের রাজনীতি ছিল মানুষের কল্যাণে।

বৃহস্পতিবার (১ জুন) বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে যশোর জেলা বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ বলেন।

তিনি বলেন, জিয়াউর রহমান তার কর্মের মাধ্যমে মানুষের মধ্যে বেঁচে আছেন, বেঁচে থাকবেন। তিনি যা কিছু করেছেন তা মানুষের কল্যাণের জন্য। তার রাজনীতি ছিল উন্নয়ন, উৎপাদন ও গণতন্ত্রের জন্য। আওয়ামী লীগ বিএনপির চেয়ে অনেক প্রাচীনতম রাজনৈতিক দল হয়েও যতবার সুষ্ঠু নির্বাচন হয়েছে ততবার বিএনপির কাছে পরাজিত হয়েছে।

সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত।

স্থানীয় জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগমের সভাপতিত্বে আরো বক্তৃতা করেন দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী মনিরুল হুদা, জেলা কমিটির সদস্য সচিব সৈয়দ সাবেরুল হক সাবু, লেখক ও গবেষক বেনজীন খান প্রমুখ।

সভা পরিচালনা করেন জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন।


আরো সংবাদ



premium cement