১১ ডিসেম্বর ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ৮ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

কুষ্টিয়ায় রেলসেতুর নিচ থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

কুমারখালী (কুষ্টিয়া) সংবাদদাতা - নয়া দিগন্ত

কুষ্টিয়ার কুমারখালীর গড়াই নদীর ওপর নির্মিত রেলসেতুর নিচ থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই ব্যক্তির বয়স আনুমানিক ৫৫ বছর।

বৃহস্পতিবার (৯ মে) ভোর ৫টার দিকে উপজেলার চাঁপড়া ইউনিয়নের গড়াই নদীর ওপর নির্মিত রেলসেতুর নিচ থেকে লাশটি উদ্ধার করা হয়।

ওই ব্যক্তির শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন আছে বলেও জানা গেছে।

স্থানীয়রা জানায়, লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দিলে তারা সেটি উদ্ধার করে।

পোড়াদহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ মৃধা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করেছি। লাশ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।’

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকিবুল ইসলাম জানান, অজ্ঞাত ওই ব্যক্তির লাশ উদ্ধার করেছে পু‌লিশ। শরীরে আঘাতের চিহ্ন আছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মূল রহস‌্য জানা যাবে।


আরো সংবাদ



premium cement