জীবননগরে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত
- আতিয়ার রহমান, জীবননগর (চুয়াডাঙ্গা)
- ২৮ মে ২০২৩, ১৫:১১
চুয়াডাঙ্গায় মোটরসাইকেলের ধাক্কায় আলাউদ্দিন (৬৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। রোববার সকাল সাড়ে ৯টার দিকে জীবননগর-দর্শনা সড়কের লক্ষ্মীপুর মিলপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
আলাউদ্দিন উপজেলার বাঁকা ইউনিয়নের আলীপুর গ্রামের মৃত আফছার আলী মন্ডলের ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, আলাউদ্দিন রোববার সকাল সাড়ে ৯টার দিকে বাইসাইকেলযোগে বাজারের উদ্দেশে বের হন। বাজারে যাওয়ার পথে তিনি ওই স্থানে পৌঁছালে দর্শনা দিক থেকে আসা একটি মোটরসাইকেল চালক তাকে পেছন থেকে ধাক্কা দিলে সড়কের ওপর ছিটকে পড়ে মাথায় আঘাত পান। পথচারীরা তাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা: সাদিয়া জানান, নিহতের মাথায় মারাত্মক আঘাতের কারণে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে।
জীবননগর থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দিন মৃধা বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের পরিবারের অভিযোগ না থাকায় লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।