০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫
`


নিখোঁজের ১৪ দিন পর মিললো যুবকের অর্ধগলিত লাশ

নিখোঁজের ১৪ দিন পর মিললো যুবকের অর্ধগলিত লাশ। - ছবি : নয়া দিগন্ত

চুয়াডাঙ্গা সদর উপজেলার ৬২ আড়িয়ায় নিখোঁজের ১৪ দিন পর আখক্ষেত থেকে ইয়াদ আলী (৩৫) নামের এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৭ ডিসেম্বর) বিকেলে সদর উপজেলার ৬২ নম্বর আড়িয়া গ্রামের কেরু অ্যান্ড কোম্পানি বাংলাদেশ লিমিটেডের বাণিজ্যিক খামারের জি ব্লকের আখক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়।

ইয়াদ আলী একই উপজেলার তিতুদহ ইউনিয়নের চাঁদপুর গ্রামের জোড়াতলাপাড়ার মৃত আব্দুস সালামের ছেলে।

প্রত্যক্ষদর্শী কৃষক আব্দুল লতিফ বলেন, বুধবার বিকেলে 'জি' ব্লকের আখক্ষেতে ঘাস কাটতে যান। এ সময় অর্ধগলিত লাশটি দেখে স্থানীয়দের জানালে তারা পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে।

পুলিশ জানায়, গত ২৪ নভেম্বর ইয়াদ আলী বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে পরিবারের সদস্যরা ২৬ নভেম্বর দর্শনা থানায় একটি সাধারণ ডায়েরি করে। বুধবার স্থানীয়দের সংবাদের ভিত্তিতে একটি আখক্ষেতে অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ। পরিবারের সদস্যরা সেটিকে ইয়াদ আলীর লাশ বলে সনাক্ত করে।

পরিবারের সদস্যরা জানায়, গত বছরের করোনা আক্রান্তের পর মস্তিস্কের সমস্যাজনিত কারণে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন ইয়াদ আলী। মাঝেমধ্যেই না বলে চলে যেতেন এদিক-সেদিক। গত ২৪ তারিখে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। আজ আখক্ষেত থেকে ইয়াদ আলীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইস এম লুৎফুল কবীর বলেন, নিখোঁজের ১৪ দিন পর আখক্ষেত থেকে ইয়াদ আলীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলেই মৃত্যুর কারণ জানা যাবে।


আরো সংবাদ



premium cement
যারা দলের শৃঙ্খলা ভাঙবে তাদের শাস্তি পেতেই হবে : ওবায়দুল কাদের রাজশাহীতে তরুণকে তুলে নিয়ে চাঁদা দাবির অভিযোগে ৪ পুলিশ প্রত্যাহার চাঁদপুরে পিকআপের সাথে অটোরিকশার সংঘর্ষে বাবা-ছেলে নিহত সুন্দরবনে আগুনের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ ৪ ঘণ্টা বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা মধুখালীতে বজ্রপাতে কৃষকের মৃত্যু ইসরাইলের রাফাহ অভিযান মোকাবেলায় প্রস্তুতি সম্পর্কে যা জানালো হামাস নিজ্জর হত্যার কানাডায় গ্রেফতার ৩ ভারতীয় যুবকের পরিবার কী বলছে? গাজীপুরে পল্লী বিদ্যুতের সাবস্টেশনে দুর্ধর্ষ ডাকাতি সখীপুরে স্কুল খোলা থাকলেও নেই শিক্ষার্থী, প্রধান শিক্ষকের রুমে তালা বিজয়ের সেঞ্চুরিতে ডিপিএলে অপরাজিত চ্যাম্পিয়ন আবাহনী

সকল