০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫
`


ক্লাসের ব্রেঞ্চে বসা নিয়ে ইবি শিক্ষার্থীকে ছাত্রলীগকর্মীর মারধর

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি)। - ছবি : প্রতীকী

ক্লাসে ব্রেঞ্চে বসা নিয়ে দ্বন্দ্বের জেরে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) এক শিক্ষাথীকে পেটানোর অভিযোগ উঠেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগের দুই কর্মীর বিরুদ্ধে। এ বিষয়ে বিচার চেয়ে বিভাগীয় সভাপতি, অনুষদীয় ডিন, প্রক্টর ও ছাত্র উপদেষ্টা বরাবর অভিযোগপত্র দিয়েছেন শিবলী আলী।

শনিবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে বাণিজ্য অনুষদ এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযুক্ত ছাত্রলীগ কর্মী সাইফুল ইসলাম রিয়ন আরবি ভাষা ও সাহিত্য বিভাগের তৃতীয় বর্ষের ও আসিফ আহমেদ শিমুল ব্যবস্থাপনা বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র। ভুক্তভোগী শিবলী আলী শিমুলের সহপাঠী।

ভূক্তভোগী জানান, শনিবার সকালে ক্লাসের বেঞ্চে বসা নিয়ে শিমুলের সাথে কথা কাটাকাটি হয় শিবলীর। পরে ক্লাস শেষে অ্যাকাডেমিক ভবনের পাশে চায়ের দোকানে এলে শিবলীকে মারধর করে তৃতীয় বর্ষের রিয়নসহ তার ছয় সহযোগী।

সকালের দ্বন্দ্বের জেরে শিমুলের মদদে রিয়নরা মারধর করেন বলে অভিযোগ শিবলীর।

অভিযুক্ত আসিফ আহমেদ শিমুল বলেন, ক্লাসে বেঞ্চ থেকে আমার ব্যাগ সরিয়ে সে বসায় ক্লাসের পরে শিবলীর সাথে কথা কাটাকাটি হয়। এ সময় আমার জুনিয়র রিয়ন এলে তার সাথেও কথা কাটাকাটি হয়। এ সময় শিবলীর হাতের আচড় লাগে রিয়নের গলায়। পরে আমি সব মিটমাট করে রুমে চলে আসি। এরপর রিয়ন কী করেছে, আমি জানি না।

অভিযুক্ত রিয়ন বলেন, আমি বিবিএ ফ্যাকাল্টির পাশ দিয়ে যাচ্ছিলাম। পরে শিমুল ভাইয়ের সাথে ঝামেলা দেখে তাদের ঠেকাতে যাই। এ সময় আমার ঘাড়ে আঘাত লাগলে আমি তাকে (শিবলী) দুয়েকটা চড় মেরেছি। কিন্তু ইন্টেনশনালি তাকে মারিনি। আর সাতজন মিলে মারার বিষয়টি সত্য নয়।

এ বিষয়ে প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন বলেন, আমরা এ বিষয়ে অভিযোগ পাওয়ার পর বিষয়টি খতিয়ে দেখতে পর্যবেক্ষণ কমিটি করেছি। পর্যবেক্ষণ প্রতিবেদনের ওপর ভিত্তি করে পরে ব্যবস্থা গ্রহণ করা হবে।


আরো সংবাদ



premium cement
পেটের দায়ে কাজে আসছি থাইল্যান্ড সফর নিয়ে বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনিপন্থী বিক্ষোভকারীদের বিরুদ্ধে অভিযান, প্রশংসা ট্রাম্পের আজ আধাবেলা বাস চলাচল বন্ধ থাকবে মিয়ানমার : যুদ্ধ আর জোরপূর্বক সেনাবাহিনীতে যোগদান এড়াতে শরণার্থীদের সীমান্ত পাড়ি যেভাবে ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবে পালন শুরু হয়েছিল মালদ্বীপ ভারত থেকে চীনমুখী হওয়ার গতি বাড়াবে বলে ধারণা করা হচ্ছে সন্ধ্যায় হাসপাতালে নেয়া হবে খালেদা জিয়াকে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে পুলিশ, ব্যাপক গ্রেফতার নাটোরের লালপুরে আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা প্রতিষ্ঠার ৭৫তম বছর বর্ণাঢ্যভাবে উদযাপন করবে আওয়ামী লীগ

সকল