নদীতে জালের দড়িতে আটকে ছিল নারীর লাশ
- শেখ দীন মাহমুদ, পাইকগাছা (খুলনা)
- ০৬ অক্টোবর ২০২২, ২০:৫১

খুলনার পাইকগাছা উপজেলার শালিখা নদী থেকে ভাসমান অবস্থায় এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। এখন পর্যন্ত তার কোনো পরিচয় জানা যায়নি।
বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে লাশটি উদ্ধার করা হয়।
থানা পুলিশ ও স্থানীয়রা জানান, বিকেল ৫টার দিকে লাশটি উপজেলার শালিখা নদীর রাড়লীর শালিখা-কাঠিপাড়া কাঠের সেতুর অদূরে জালের দড়িতে আটকে ভাসতে থাকে। প্রথমে স্থানীয় জাহাবক্স সরদার লাশটি দেখতে পান। এরপর তিনি অন্যদের খবর দেন। পরে পুলিশকে খবর দেয়া হলে বিকেল ৫টার দিকে তারা লাশটি উদ্ধার করে।
স্থানীয় চা-দোকানি ইবরাহিম জানান, মেয়েটি আগের দিন বুধবার তার দোকানে খাবার চাইতে এসেছিল। এ সময় তাকে অপ্রকৃতিস্থ দেখাচ্ছিল।
স্থানীয়রা তাকে পাশের একটি মাছের ঘেরে নেমে দীর্ঘ সময় গোসল করতে দেখেন। তাকে সেখানে পরিধেয় কাপড় শুকাতেও দেখেন তারা।
পাইকগাছা থানা অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউর রহমান জানান, বিকেল ৫টার দিকে লাশটি উদ্ধার করে সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা