২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫
`


পাইকগাছায় ডাকাতির মালামালসহ আটক ৫

-

খুলনার পাইকগাছায় ডাকাতির ঘটনায় দায়ের করা মামলায় অভিযুক্ত পাঁচজনকে গ্রেফতার ও তাদের কাছ থেকে ডাকাতির মালামাল উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে ডাকাতির পর অভিযোগ পেয়ে বুধ ও বৃহ্স্পতিবার অভিযুক্তদের গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, মঙ্গলবার রাত আনুমানিক ১টার দিকে উপজেলা রাড়ুলী গ্রামের আবুল হোসেন শেখের বাড়িতে ডাতাতি হয়। এ সময় ডাকাতরা আবুল হোসেনের ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে বাড়ির লোকদের দেশীয় অস্ত্রেরর মুখে জিম্মি করে আলমারি ভেঙে নগদ ৫৫ হাজার টাকা, দুই ভরি স্বর্ণালঙ্কার ও একটি মোবাইল লুট করে। ডাকতিকালে বাড়ির সদস্যরা ডাকাত দলের সদস্যদের চিনতে পারেন।

ঘটনার পর বাড়ির মালিক শেখ আবুল হোসেন ছয়জনের নাম উল্লেখ করে থানায় একটি মামলা দায়ের করেন।

সহকরী পুলিশ সুপার ডি-সার্কেল মো: সাইফুল ইসলাম ও থানা অফিসার ইনচার্জ (ওসি) মো: জিয়াউর রহমান বিষয়টি তদন্তকালে এজার নামীয় আসামি রাড়ুলী গ্রামের আকবর শেখের ছেলে সিদ্দিক শেখকে (৩০) বুধবার দুপুরে তার বাড়ি থেকে আটক করেন। পরে তার দেয়া স্বীকারোক্তি মোতাবেক বৃহস্পতিবার রাড়ুলী গ্রামের আবুল সরদারেরর ছেলে সামাদ সরদার খুদু (৬০), চাঁদখালীর হাসিমপুর গ্রামের হায়দার সরদারের ছেলে কালাম সরদার (৪০) ও একই এলাকার পঁচা সরদারের ছেলে মন্টু সরদারকে বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করে থানা পুলিশ।

থানা অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউর রহমান জানান, এ সময় তাদের কাছ থেকে লুণ্ঠিত টাকা সাড়ে ৬ হাজার, স্বর্ণালঙ্কার ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। ডাকাতির ঘটনায় আরো নতুন চমক অপেক্ষা করছে বলেও জানান তিনি।


আরো সংবাদ



premium cement