০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫
`


নড়াইলে হোম কোয়ারেন্টাইনে ১৪৩ জন

নড়াইলে হোম কোয়ারেন্টাইনে ১৪৩ জন - ছবি : নয়া দিগন্ত

নড়াইলে জেলায় হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ১৪৩ জন। শনিবার এ তথ্য জানিয়েছেন সিভিল সার্জন ডাক্তার আব্দুল মোমেন। তবে এ পর্যন্ত বিদেশ থেকে কতজন ফেরত এসেছেন তা জনাতে পারেননি তিনি।

তিনি বলেন, এ তথ্য বিমানবন্দর কর্তৃপক্ষের মাধ্যমে জানতে হবে।

অন্যদিকে করোনায় আক্রান্তদের জন্য নড়াইল সদর হাসপাতালে ১০টি, কালিয়া ও লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫টি করে বেড প্রস্তুত করা হয়েছে। তবে এখনো পর্যন্ত কাউকে হাসপাতালে ভর্তির মতো পরিস্থিতি হয়নি বলে জানিয়েছেন সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার মশিউর রহমান বাবু।

এদিকে জেলা প্রশাসক আনজুমান আরা ও পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার)এর নেতৃত্বে করোনাভাইরাস প্রতিরোধে নড়াইলে গণসচেতনতামূলক প্রচারণা চালানো হয়েছে।


আরো সংবাদ



premium cement