০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৭ শাওয়াল ১৪৪৫
`


ইবি : হল চালুর ১০ মাসেও নেই ইন্টারনেট,আন্দোলনে শিক্ষার্থীরা

ইবি : হল চালুর ১০ মাসেও নেই ইন্টারনেট,আন্দোলনে শিক্ষার্থীরা - নয়া দিগন্ত

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শেখ রাসেল হল চালুর ১০ মাস হয়ে গেলেও হলে নেই কোন রিডিং রুম ও ইন্টারনেট (ওয়াইফাই) সংযোগ। ফলে ইন্টারনেট সংযোগ ও রিডিং রুম চালুর দাবিতে বিক্ষেভ করেছে হলের আবাসিক শিক্ষার্থীরা। সোমবার বেলা ১১ টায় হল প্রোভোস্টের রুমে তালা দিয়ে হলের প্রধান ফটকে শিক্ষার্থীরা এ বিক্ষোভ করে।

জানা যায়, চলতি বছরের জনুয়ারিতে চালু করা হয় শেখ রাসেল হল। তবে হল চালুর ১০মাস পেরিয়ে গেলেও হলে নেই ইন্টারনেট সংযোগ ও রিডিং রুম। হলে রিডিং রুম থাকলেও তা হলের অফিস রুম করা হয়েছে। শিক্ষার্থীরা কয়েক দফায় ইন্টারনেট সংযোগ ও রিডিং রুম চালুুর দাবি জানালেও হল কতৃপক্ষ কোন পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ করে শিক্ষার্থীরা। ইন্টারনেট ফি দেয়ার পরেও ইন্টারনেট সেবা না পাওয়া ও রিডিং রুম চালু না করায় ক্ষোভ প্রকাশ করেছে হলের আবাসিক শিক্ষার্থীরা। এ দাবিতে রুমে তালা দিয়ে আন্দোলনে নামে শিক্ষার্থীরা। পরে হল প্রোভোস্টের আশ্বাসে আন্দোলন স্থগিত করে শিক্ষার্থীরা।

আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, ‘আবাসিকতার শর্ত পূরণ করে আমরা হলে উঠেছি। ইন্টারনেট বাবদ ফি জমা দিয়েছি। এর পরেও হল চালু হওয়ার ১০ মাস পর এখনো ইন্টারনেট সংযোগ দেয়া হয়নি। আমাদের নামে হলে রিডিং রুম থালেও সেই রুমের নাম পরিবর্তন করে হল অফিস বানানো হয়েছে।’

এবিষয়ে হল প্রভোস্ট অধ্যাপক ড. রবিউল হোসেন বলেন, ‘ইন্টারনেট সংযোগের কাজ চলছে। অগামী দু-এক দিনের মধ্যে শিক্ষার্থীরা ইন্টারনেট সংযোগ পাবে। হলের কাজ অংশিক সম্পন্ন হওয়ায় রিডিং রুম নেই। কাজ সম্পন্ন হলে রিড়িং রুম থাকবে।’


আরো সংবাদ



premium cement
ইসরাইল ও হামাসকে যুদ্ধবিরতির জন্য ‘আরো প্রচেষ্টা চালাতে’ জাতিসঙ্ঘ প্রধানের আহ্বান পি কে হালদারের বিরুদ্ধে অভিযোগ গ্রহণ নিয়ে সিদ্ধান্ত ১০ জুন সখীপুরে চেতনানাশক স্প্রে করে ব্যবসায়ীর বাড়িতে চুরি ফতুল্লায় হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার প্রধানমন্ত্রীর সাথে আইওএম মহাপরিচালকের সাক্ষাৎ নির্বাচনে এমপি-মন্ত্রীরা প্রভাব বিস্তার করলে ব্যবস্থা : সিইসি রাফা ক্রসিংয়ের নিয়ন্ত্রণ নিলো ইসরাইলি বাহিনী নিষেধাজ্ঞা নেই তবুও ভারত থেকে পেঁয়াজ আমদানিতে অনিশ্চয়তা দৌলতদিয়ায় ৬ ও ৭ নম্বর ফেরিঘাট ভাঙনে বিলীন হচ্ছে নদীর পাড় জাতিসঙ্ঘে ফিলিস্তিনের পূর্ণ সদস্য পদে সমর্থন বেলজিয়ামের শিক্ষকের ২ হাত ভেঙ্গে দিল কিশোর গ্যাং

সকল