০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫
`


করোনার সবচেয়ে সংক্রামক প্রজাতি ডেল্টা : বিশ্ব স্বাস্থ্য সংস্থা

করোনার সবচেয়ে সংক্রামক প্রজাতি ডেল্টা : বিশ্ব স্বাস্থ্য সংস্থা - ফাইল ছবি

বিশ্বব্যাপী ভয়াবহ হয়ে উঠেছে মহামারী করোনাভাইরাসের ডেল্টা প্রজাতি। এ প্রজাতির ভাইরাসটির উৎপত্তিস্থল ভারত হলেও এটি ছড়িয়েছে বিশ্বের বহু দেশে। ইতোমধ্যে করোনার এই প্রজাতিকে সবচেয়ে বেশি সংক্রামক হিসেবে চিহ্নিত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। এ বিষয়ে সতর্ক করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, যারা এখানো টিকা নেয়নি তাদের মধ্যে এ ভাইরাস খুবই দ্রুত গতিতে ছড়াচ্ছে।

শুক্রবার এক সংবাদ সম্মেলনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রস আধানম ঘেব্রেইয়েসুস বলেন, ‘বিশ্বব্যাপী এখন উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে করোনার ডেল্টা ভ্যারিয়েন্ট। এ নিয়ে চিন্তিত বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এখন পর্যন্ত করোনার প্রজাতিগুলোর মধ্যে ডেল্টা প্রজাতি সবচেয়ে সংক্রামক। বিশ্বের বহু দেশে সন্ধান মিলেছে এই প্রজাতির। যারা টিকা নেয়নি তাদের মধ্যে এর সংক্রমণ দ্রুত গতিতে ছড়াচ্ছে।’

  • বিশ্বের ৮৫টি দেশে সন্ধান মিলেছে ডেল্টা প্রজাতি
  • টিকা না নিলে বাড়ছে ঝুঁকি
  • ডেল্টায় বেশি সংক্রমিত হচ্ছে টিকা না নেয়া ব্যক্তিরা

তিনি আরো বলেন, ‘বেশ কিছু দেশ জনস্বাস্থ্য ও সামাজিক বিধিনিষেধ শিথিল করেছে, যা উদ্বেগের। বিশ্বজুড়ে এই প্রজাতি সংক্রমণ বাড়ছে। বেশি সংক্রমণ মানে আরো হাসপাতালে ভর্তি হওয়া, স্বাস্থ্যকর্মীদের আরো পরিশ্রম এবং স্বাস্থ্য ব্যবস্থার ওপর চাপ। মৃত্যুর ঝুঁকিও বাড়বে।’

এ ব্যাপারে বিশ্ব স্বাস্থ্য সংস্থার করোনা সংক্রান্ত টিমের প্রধান ড. মারিয়া ভান কারখোভ বলন, ‘ডেল্টা প্রজাতি ভয়ঙ্কর ভাইরাস। এর সংক্রামক ক্ষমতা আলফার থেকে অনেক বেশি। ইউরোপসহ একাধিক দেশে দ্রুত গতিতে ছড়াচ্ছে এটি। ইউরোপের অনেক দেশে সংক্রমণ নিম্নমুখী হলেও ফের কিছু উদ্বেগজনক জিনিস দেখা গিয়েছে। এই পরিস্থিতিতে টিকাই হলো ডেল্টা প্রজাতির সাথে লড়াইয়ের বড় হাতিয়ার।

সূত্র : দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস


আরো সংবাদ



premium cement
ভারতের কাছে টানা চতুর্থ হার বাংলাদেশের মৎস্য খাতের উন্নয়নে পৃথক দুটি অর্থনৈতিক অঞ্চল চান ব্যবসায়ীরা জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ এগিয়ে থাকলেও জাতীয় দলের ব্যাটিং নিয়ে অসন্তুষ্ট বিসিবি সভাপতি জার্মানির স্কুলে সহিংসতা বাড়ছে কেনিয়ায় বন্যা : মৃতের সংখ্যা বেড়ে ২২৮ ইসলামপুর পৌর মেয়রকে বরখাস্তের আদেশ হাইকোর্টে স্থগিত দক্ষিণ এশিয়ার দেশগুলোতে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা কত চট্টগ্রামে কালবৈশাখীর ছোবল, ৩ ঘণ্টার বৃষ্টিতে নিমজ্জিত বিস্তীর্ণ এলাকা শরীয়তপুরে বজ্রপাতে ২ নারীসহ ৩ জনের মৃত্যু সাভারে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত ১১ মে রাজধানীতে প্রতিবাদ সমাবেশ করবে যুবদল

সকল