২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

হোটেলে কোয়ারেন্টিনে টিম বাংলাদেশ

-

নিউজিল্যান্ডে দুই সপ্তাহের কোয়ারেন্টিনে রীতিমতো হাঁপিয়ে উঠেছিলেন টাইগার ক্রিকেটাররা। একাকী জীবন আর খোলা আকাশের নিচে বুক ভরে নিশ্বাস নেয়ার সুযোগ মিলেছে পরে, তার আগের ক’টা দিন নাভিশ্বাস উঠেছিল। এবার শ্রীলঙ্কা গিয়ে কী অবস্থা টাইগারদের? তিন দিনের কোয়ারেন্টিন কেমন কাটছে? কী অবস্থা টিম বাংলাদেশের? দলের সাথে শ্রীলঙ্কা যাওয়া প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু বলেন, ‘কোয়ারেন্টিন মানেই একাকিত্ব। আমরাও এখানে সবাই এক রুমে আবদ্ধ। কোনোরকম বাইরে যাওয়ার সুযোগ নেই। সব ক্রিকেটার, কোচিং স্টাফ, ম্যানেজার, অফিশিয়ালস সবার যে যার রুমে আবদ্ধ। থাকতে হবে আরো একদিন। কোনাভাবেই নিজ নিজ রুম থেকে বের হওেয়ার সুযোগ নেই।’
নান্নু আরো একটি তাৎপর্যপূর্ণ তথ্য জানিয়েছেন। ‘দল শ্রীলঙ্কার রাজধানী কলম্বোয় থাকছে না টিম বাংলাদেশ। তারা এখন আছে কলম্বোর কাছে নিগোম্বো নামে এক অন্য শহরে, যা কলম্বো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পশ্চিমে সাড়ে ১২ কিলোমিটার দূরে এবং কলম্বো শহরের উত্তরে। টিম বাংলাদেশ এখন আছে নিগোম্বোর জেট ইয়াং বিচ হোটেলে, যা একদমই সাগরতীরে।’


আরো সংবাদ



premium cement