০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১, ২২ শাওয়াল ১৪৪৫
`


অনূর্ধ্ব-১৬ নারী ফুটবল

ভারতের বিপক্ষে জিতলেই ফাইনালে বাংলাদেশ

- সংগৃহীত

নেপালের বিপক্ষে প্রথম ম্যাচের জয়ই ফাইনালের দ্বারপ্রান্তে নিয়ে গেছে বাংলাদেশ দলকে। মঙ্গলবার ভারতের বিপক্ষে জয় এলে নিশ্চিত হবে ১০ মার্চ এবারের অনূর্ধ্ব-১৬ নারী ফুটবলের ফাইনালে খেলা। নেপালের কাঠমান্ডুর ললিতপুরে চিয়াসাল স্টেডিয়ামে বাংলাদেশ সময় বেলা সোয়া ৩টায় শুরু হবে ম্যাচ।

সাইফুল বারী টিটুর জন্য এই ম্যাচ একই সাথে বাংলাদেশ দলের পরীক্ষাও। একদিকে ফাইনালের ড্রেস রিহার্সাল। অন্যদিকে দলের প্রকৃত শক্তি পরখ করা। কোচ টিটুর মুখেও সেই সুর।

সোমবার ভিডিও বার্তায় তিনি জানান, ‘এই ম্যাচে আমাদের জন্য এই জন্য গুরুত্বপূর্ণ যে এর মাধ্যমে আমরা আমাদের শক্তিটা জানতে পারব। আসলে কোথায় দাঁড়িয়ে আছি আমরা সেটা বোঝা। কারণ কোনো সন্দেহ নেই ভারত অনেক ভালো দল।’

তার মতে, ‘একই সাথে ভারতের শক্তিশালী দিক, দুর্বল দিক, পাশাপাশি আমাদের অবস্থান সম্পর্কে জানা।’

বাংলাদেশ কোচ যোগ করেন, ‘ভারতের আক্রমণ ভাগকে শক্তিশালী হিসেবে পাওয়া গেছে ভুটানের বিপক্ষে। তবে আমরা তো ভুটান নই। যদি আমরা ধরেই নেই আমাদের এই দু’দলের ফাইনালে খেলার সম্ভাবনা আছে তাহলে এই ম্যাচটি ফাইনালের ড্রেস রিহার্সেলও।’

তবে এই গুরুত্বপূর্ণ ম্যাচে লাল-সবুজ জার্সিধারীরা নাও পেতে পারে স্ট্রাইকার সৌরভী আকন্দ প্রীতিকে। নেপালের বিপক্ষে জোড়া গোল করা এই ফুটবলার প্রথম ম্যাচে বিরতির পর মাঠ ছাড়েন ব্যথার জন্য। তাকে নিয়ে সতর্ক কোচ।

টিটুর মতে, ‘তাকে নিয়ে আমাদের সাবধানী হতেই হবে। প্রীতির পায়ে ব্যাথা আছে। যদিও সে খেলতে চাচ্ছে। আবার তাকে বসিয়ে রাখলে মানসিকভাবে ভেঙে পড়তে পারে।’

মোট কথা সব কিছু মাথায় রেখে সব ফুটবলারকে সমানভাবে বিবেচনা করেই একাদশ সাজাতে হবে।’


আরো সংবাদ



premium cement