২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫
`


ময়মনসিংহে মুখোমুখি আবাহনী-মোহামেডান

- ছবি : সংগৃহীত

যদিও আগের মতো উত্তেজনা নেই, নেই সেই আবেগ-অনুভূতি। তবুও আবাহনী-মোহামেডান লড়াই এখনো জাগায় ভিন্ন এক শিহরণ। এখনো রোমাঞ্চ ছড়ায় তাদের দ্বৈরথ। তাদের লড়াই শুধু জয়-পরাজয়ের জন্য নয়, তাদের লড়াই মর্যাদার, আবেগ-ঐতিহ্যের। আজ ফের দেখা হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী এই দুই দলের।

শুক্রবার প্রিমিয়ার হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী ও মোহামেডান। ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে ম্যাচ শুরু দুপুর ৩টায়। জয়ী দলের জন্য সুযোগ পয়েন্ট টেবিলে আধিপত্য ধরে রাখার।

মাঠে নামার আগে বেশ আত্মবিশ্বাসী মোহামেডান। আলফাজ আহমেদের হাত ধরে বদলে যাওয়া মোহামেডান এবার আছে দারুণ ছন্দে। এবারের বিপিএলে এখন পর্যন্ত অপরাজিত তারা। আট ম্যাচে সমান চার জয় আর চার ড্র সাদা কালোদের। ১৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দু’য়ে অবস্থান তাদের।

বিপরীতে আবাহনীর আত্মবিশ্বাসে খানিকটা ভাটা পড়েছে। সমান ৮ ম্যাচে চার জয় পেলেও হার আছে দু’টি। বাকি দুই ম্যাচে করেছে ড্র। সব মিলিয়ে ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে অবস্থান আবাহনীর। নিজেদের শেষ ম্যাচেও ড্র করেছে দলটা। ফলে চিরপ্রতিদ্বন্দ্বীদের হারিয়ে জয়ের ধারায় ফিরতে মরিয়া তারা।

ঘরোয়া ফুটবলের চলমান মৌসুমে ফেডারেশন কাপে একবার দেখা হয়েছিল দুই চিরপ্রতিদ্বন্দ্বীর। মর্যাদার ওই লড়াইয়ে আবাহনীকে হারিয়েছিল মোহামেডান। সেই ম্যাচে হারে সাদা-কালোদের বিপক্ষে প্রতিশোধের নেশায় মত্ত আকাশী হলুদ শিবিরের।

যেকোনো মূল্যে এই ম্যাচটা জিতে শেষ ম্যাচে হারের প্রতিশোধ নিতে চায় আবাহনী। আর জিতলেই পয়েন্ট টেবিলে উপরে ওঠার সুযোগ থাকবে তাদের। মোহামেডানকে পেছনে ফেলে উঠে আসবে সেরা দু’য়ে। যদিও কঠিন লড়াই হবে বলেই ধারণা পাওয়া যায়।

ফলে সব মিলিয়ে উত্তেজনাপূর্ণ একটা ম্যাচের সাক্ষী হতে চলেছে ময়মনসিংহবাসী। যার রেশ খানিকটা হলেও ছড়াবে গোটা দেশে।


আরো সংবাদ



premium cement