২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

বিশ্বকাপের আগে বাংলাদেশ শিবিরে দুঃসংবাদ

বিশ্বকাপের আগে বাংলাদেশ শিবিরে দুঃসংবাদ। - ছবি : সংগৃহীত

কয়দিন পরই কাতারে বসছে বিশ্ব ফুটবলের সর্ববৃহৎ আসর। বিশ্বকাপকে ঘিরে সবাই যখন উত্তেজনায়, ঠিক তখনই বাংলাদেশ শিবিরে এলো দুঃসংবাদ। ফিফা র‍্যাংকিংয়ে আগের অবস্থানের চেয়ে আরো চার ধাপ অবনতি হয়েছে জামাল ভূঁইয়ার নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের।

বছরের পর পর ধরে ব্যর্থতার বলয়ে ঘুরপাক খাওয়া বাংলাদেশ দল এবারের আন্তর্জাতিক সূচির শুরুতে ইন্দোনেশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে গোলশূন্য ড্র করেছিল। এতে কিছুটা আশা জাগলেও শীঘ্রই তা রূপ নেয় হতাশায়।

এশিয়ান কাপের বাছাইয়ে তিন ম্যাচের সবকটিতে হেরে যায় লাল-সবুজের দল। এর মধ্যে বাহরাইনের বিপক্ষে ২-০, তুর্কমেনিস্তানের বিপক্ষে ২-১ এবং মালয়েশিয়ার বিপক্ষে ৪-১ গোলে হারে জামাল ভূঁইয়ারা। এই একটানা পরাজয়ের প্রভাব পড়েছে ফিফা র‍্যাংকিংয়ে। চার ধাপ পিছিয়ে বাংলাদেশের অবস্থান এখন ১৯২!

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মাঝে বাংলাদেশের পরে আছে পাকিস্তান (১৯৬) এবং শ্রীলঙ্কা (২০৭)। একসময় বাংলাদেশের চিরপ্রতিদ্বন্দ্বী ভুটান এখন ১৮৬ নম্বরে। নেপালের র‍্যাংকিং ১৭৬। গত কয়েক বছর ধরে ফুটবলে ধারাবাহিক উন্নতি করে যাওয়া ভারত উঠে এসেছে ১০৪ নম্বরে। উল্লেখ্য র‍্যাংকিংয়ে শীর্ষ দুটি স্থান ধরে রেখেছে ব্রাজিল এবং বেলজিয়াম। তবে ফ্রান্সকে সরিয়ে আর্জেন্টিনা উঠে এসেছে তিনে।


আরো সংবাদ



premium cement