২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

পিএসজিতে সুখেই আছেন এমবাপে

- ছবি - সংগৃহীত

গুঞ্জন ছিল বেশ। জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতে রিয়ালে পাড়ি জমাতে পারেন তিনি। কিন্তু যিনি যাবেন, তিনিই এখন ঘুরে দাড়িয়েছেন অন্যদিকে। রিয়াল মাদ্রিদ না, পিএসজিতেই থাকছেন কিলিয়ান এমবাপে। শুধু তাই নয়, মেসিদের সঙ্গে সুখেও আছেন বলে জানিয়েছেন ফরাসি এই স্ট্রাইকার।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘না, জানুয়ারিতে নয়। আমি আপাতত পিএসজিতেই সুখে আছি। আমি শতভাগ দিয়েই এই মৌসুমটা পিএসজিতে শেষ করতে চাই। চ্যাম্পিয়ন্স লিগ জয়ের জন্য আমি নিজের সর্বোচ্চটা দিতে চাই। একই সঙ্গে ফ্রেঞ্চ লিগ এবং ফ্রেঞ্চ কাপও জিততে চাই। এর সব কৃতিত্বই আমি দিতে চাই সমর্থকদের। কারণ, তারা এটা পাওয়ার দাবিদার।’

তিনি আরো বলেন, ‘প্যারিস হচ্ছে আমার শহর। এখানে আমি জন্মগ্রহণ করেছি। এখানেই বেড়ে উঠেছি। পিএসজির হয়ে খেললে মনে হয় যেন আমি আমার পরিবারের সদস্য এবং বন্ধুদের নিয়ে খেলছি।’

মেসিকে সতীর্থ হিসেবে পেয়েছেন এমবাপে নতুন মৌসুমের শুরুতে। বিশ্বনন্দিত এই ফুটবলারের সঙ্গে খেলতে পেরে খুবই খুশি তিনি, ‘আমার জন্য বড় প্রাপ্তি যে আমি আমার সন্তান এবং বন্ধুদের বলতে পারছি যে আমি তার (মেসি) সঙ্গে খেলি। তাকে প্যারিসে পাওয়াটা সত্যিই আনন্দের।’

চলতি মৌসুম শেষে পিএসজির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হবে এমবাপের। আগামী জুনে তিনি ফ্রি। চলে যেতে পারবেন যেকোনো ক্লাবে।


আরো সংবাদ



premium cement