২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

নষ্টের মূলে মালদ্বীপ!

- ছবি : সংগৃহীত

এটা তো সাফের টুর্নামেন্ট নয়। মালদ্বীপ ফুটবল অ্যাসোসিয়েশনের (এফএএম) আয়োজিত টুর্নামেন্ট। রেফারিং নিয়ে যা কিছু করেছে এই মালদ্বীপ ফুটবল অ্যাসোসিয়েশনই। বৃহস্পতিবার টিম হোটেলে এই অভিযোগ বাংলাদেশ কোচ অস্কার ব্রুজনের। তার মতে, পিছিয়ে পড়া বাংলাদেশ যখন ১০ জন নিয়েও ভারতের সাথে ড্র করে তখন থেকেই আমাদের বিদায় করতে উঠে পড়ে লাগে সাফের স্বাগতিকরা। বাজে রেফারিংয়ের মূলে তারাই। কারণ তাদের একটিই উদ্দেশ্য ছিল, শেষ করতে হবে মালদ্বীপকে।

দিভেহীরা এই মিশনে সফল হলেও নিজেদের মূল লক্ষ্য পূরণ করতে পারেনি। বুধবার রাতে ভারতের কাছে ১-৩ গোলে হেরে ফাইনালের আগে বিদায় নেয় মালদ্বীপ। ফলে পুরো মালে শহরে এখন নেই লাল জার্সির উৎসব। মালদ্বীপবাসীর আচরণে নানা কারণেই বিরক্ত বাংলাদেশীরা। টিকেট নিয়ে বৈষম্য ও বাংলাদেশী মিডিয়ার সাথে তাদের বাজে আচরণ আরো ক্ষুদ্ধ করেছে প্রবাসীদের।

তাই ভারতের কাছে মালদ্বীপের হারে দারুণ খুশি তারা। বাংলদেশ দলও স্বাগতিকদের হারে খুশি।


আরো সংবাদ



premium cement