২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

ডেনমার্ককে বিদায় করে শেষ ষোলোয় বেলজিয়াম

-

শুরুতেই গোল হজম। তবে দ্বিতীয়ার্ধে মাঠে ফিরে দলকে উজ্জীবিত করলেন মাত্র তিন দিন আগে অনুশীলনে ফেরা ডি ব্রুইনে। প্রথমে সতীর্থের গোলে রাখলেন অবদান। পরে করলেন দুর্দান্ত এক গোল। ইউরো ফুটবলে ডেনমার্কের বিরুদ্ধে বেলজিয়াম পেল দারুণ এক জয়। যে জয়ে ইতালির পর দ্বিতীয় দল হিসেবে নক-আউট পর্বে নাম লেখালো বেলজিক শিবির।

কোপেনহেগেনের পারকেন স্টেডিয়ামে বৃহস্পতিবার ‘বি’ গ্রুপের ম্যাচে ২-১ গোলে জিতেছে বেলজিয়াম। টানা দুই হারে টুর্নামেন্ট থেকে বিদায় ঘণ্টা বাজলো ডেনমার্কের।
অথচ ম্যাচের শুরুতে এগিয়ে ছিল ডেনমার্ক। দ্বিতীয় মিনিটে আচমকা বেলজিয়ামের জাল কাপান ইউসুফ পোলসেন। প্রথম ছোঁয়ায় বল নিয়ন্ত্রণে নেয়ার ফাঁকে ডি-বক্সে ঢুকে কোনাকুনি শটে দলকে এগিয়ে নেন লাইপজিগের এই ফরোয়ার্ড।

পোলসেনের ৯৯ সেকেন্ডের এই গোল ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম। সবচেয়ে দ্রুততম গোলটি ৬৫ সেকেন্ডে; ২০০৪ আসরে গ্রিসের বিপক্ষে করেছিলেন রাশিয়ার দিমিত্রি কিরিচেনকো। তিন মিনিট পর আবারো গোল খেতে বসেছিল বেলজিয়াম। তবে এবার ডি-বক্সে ঢুকে গোলরক্ষক বরাবর শট নিয়ে বসেন জোয়াকিম।
ম্যাচের ঘড়ির কাঁটা ১০ মিনিট ছোঁয়ার পর ক্রিস্তিয়ান এরিকসনের সম্মান ও সমর্থনে গ্যালারিতে উপস্থিত সব দর্শক একসাথে দাঁড়িয়ে হাততালি দিতে থাকে। রেফারি তখন খেলা থামিয়ে দেন, দু’দলের খেলোয়াড়দের সাথে যোগ দেন তারাও।

গত শনিবার এই মাঠেই ডেনমার্ক-ফিনল্যান্ড ম্যাচের ৪৩তম মিনিটে কার্ডিয়াক অ্যারস্টে মাঠে লুটিয়ে পড়েন এরিকসন। মাঠে দীর্ঘক্ষণ চিকিৎসা দেয়ার পর তাকে হাসপাতালে নেয়া হয়।

প্রথমার্ধে বেলজিয়ামকে স্বরূপে দেখা যায়নি। দ্বিতীয়ার্ধে বদলে যেতে শুরু করে চিত্র। ৫৪ মিনিটে বেলজিয়ামের হয়ে সমতা সূচক গোল করেন হ্যাজার্ড। চোট কাটিয়ে দলে ফেরা ব্রুইনের দারুণ ক্রসে গোলটি করেন তিনি।

৭০ মিনিটে জয়সূচক গোলটি পায় বেলজিয়াম। সতীর্থের পাস পেয়ে ২০ গজ দূর থেকে জোরালো শটে ঠিকানা খুঁজে নেন ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার ডে ব্রুইনে। শেষ অবধি ২-১ গোলের দারুণ জয় নিয়ে মাঠ ছাড়ে বেলজিয়াম।

দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে বি-গ্রুপের শীর্ষে বেলজিয়াম। সমান তিন পয়েন্ট নিয়ে দ্বিতীয় ও তৃতীয় স্থানে রাশিয়া ও ফিনল্যান্ড। ডেনমার্কের পয়েন্টের খাতা শূন্য।


আরো সংবাদ



premium cement