০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫
`


ফিলিস্তিনিদের পাশে ‘প্যালেস্তিনো’

-

প্যালেস্তিনা শব্দটি অনেকটা প্যালেস্টাইনের মতোই শোনায়। আর সেরকম শোনাটা কাকতালীয় নয়, বাস্তবসম্মত। চিলির প্রথম বিভাগে খেলা একটি ফুটবল টিমের নাম প্যালেস্তিনো। পুরো নাম, ‘ক্লাব ডিপোর্তিভো প্যালেস্তিনো’। যে ক্লাবের পৃষ্ঠপোষক ফিলিস্তিনি ইমিগ্রান্টস। যারা ১৯০০ থেকে ১৯৩০ সালের মধ্যে চিলিতে পাড়ি জমিয়েছিলেন। তাদের দ্বারাই গঠিত প্যালেস্তিনো ক্লাব।

বর্তমানে ফিলিস্তিনিদের উপর চলছে ইসরাইলি দখলদার বাহিনীদের বর্বর হামলা। যে হামলার প্রতিবাদে ক্রীড়াঙ্গনের অনেকেই প্রতিবাদ জানিয়েছেন কঠিনভাবে। এর মধ্যে লিভারপুলের মিশরীয় স্ট্রাইকার মোহাম্মদ সালাহ অন্যতম। আছেন পগবাসহ অনেকে। এবার মাঠেতেই ইসরাইলিদের বেশ কড়া প্রতিবাদ জানিয়েছে চিলির ক্লাব প্যালেস্তিনো। গলায় ফিলিস্তিনিদের ঐতিহ্যবাহী কেফিয়াহ গলায় ঝুলিয়ে ফিলিস্তিনিদের সঙ্গে একাত্মতা ঘোষণা করে ক্লাবটির ফুটবলারসহ কর্মকর্তারা।

ফিলিস্তিনের আল আকসা মসজিদে ইসরাইলি হামলার প্রতিবাদ জানিয়ে তারা এটা করেন। ১৯২০ সালে ফিলিস্তিনি ইমিগ্রাটসদের দ্বারা প্রতিষ্ঠিত প্যালিস্তিনো ক্লাবটি ১৯৫২ সালে প্রথম সেকেন্ড ডিভিশনে খেলা শুরু করে। বর্তমানে ক্লাবটি খেলছে প্রথম বিভাগে।

ফিলিস্তিনিদের উপর ইসরাইলি বাহিনীর নির্মম আক্রমণে ১৩ হাজার মাইল দূরে অবস্থিত ক্লাব প্যালেস্তিনোও রুখে দাঁড়িয়েছে। জানিয়েছে ক্ষোভ ও নিন্দা। গত ১০ মে সান্তিয়াগোতে কোলো কোলোর বিরুদ্ধে ম্যাচের আগে গলায় কেফিয়াহ জড়িয়ে ইসরাইলি হামলার প্রতিবাদ জানায় প্যালেস্তিনো ক্লাবের সদস্যরা।

পরে ক্লাবটির সভাপতি জর্জ উয়াওয়ে বলেন, ‘আমাদের টিমের অন্যতম একটা অংশ হচ্ছে প্যালেস্টাইন। ফিলিস্তিনিদের ঐতিহ্য কেফিয়াহ পড়েছিলাম আমরা। যা পড়ে মাতৃভূমির প্রতি কৃতজ্ঞ জানিয়েছি। আমরা একই সাথে ছিলাম, আছি। লড়াই করব অন্যায় অনাচারের বিরুদ্ধে।’

তিনি আরো বলেন, ‘একটা ফুটবল ক্লাবের চেয়েও বেশি অনেক কিছু আমাদের এই ক্লাব। আমরা প্যালেস্টাইনের হয়ে খেলি। যা আমাদের গর্বিত করে।’


আরো সংবাদ



premium cement
গ্রিড লাইনের ত্রুটিতে সিলেট বিভাগে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ভুক্তভোগী নারী ও তার পাশে দাঁড়ানো ব্যক্তিদের হয়রানির প্রতিবাদ বাড্ডায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার কথিত স্বামী পলাতক গ্রেফতারকৃতদের পরিবারের সাথে সাক্ষাৎ করবে খতমে নবুওয়ত ঝিনাইদহ-১ আসনে উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী নায়েব আলী জাতীয় গ্রিডে ত্রু‌টি, সিলেট বিভাগে বিদ্যুৎ বিপর্যয় ফিলিস্তিনি শিক্ষার্থীদের জন্য ঢাবিতে নিয়মিত ২০ আসন বরাদ্দ রেকর্ড গড়ে সাদিক খান আবারো লন্ডনের মেয়র আগামী ২ মাসের মধ্যে ভাঙ্গা-খুলনা-যশোর পর্যন্ত ট্রেন চালু হবে : জিল্লুল হাকিম ফতুল্লায় ব্যবসায়ী অপহরণ, গ্রেফতার ৭ তাপদাহের কারণে গোসল করতে গিয়ে কলেজছাত্রের মৃত্যু

সকল