২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

১৬ বছর পর ফুটবল ফিরলো স্টেডিয়ামে

১৬ বছর পর ফুটবল ফিরলো স্টেডিয়ামে - সংগৃহিত

১৬ বছর পর আবার ফুটবল ফিরলো মোগাদিসু স্টেডিয়ামে। গৃহযুদ্ধ, নানা বাহিনীর দখলদারিত্বে প্রায় দুই দশক ফুটবল বন্ধ ছিল সোমালিয়ার রাজধানীর এই স্টেডিয়ামে। গত পরশু সোমালি প্রিমিয়ার লিগে মোগাদিসু সিটি ক্লাব এবং হোরসিড স্পোর্টস ক্লাবের ম্যাচ দিয়ে নতুন রূপে সাজানো স্টেডিয়ামটিতে ফুটবল শুরু হয়। করোনার কারনে তিন মাস বন্ধ ছিল লিগ। দেশটির প্রেসিডেন্ট মোহামেদ আবদুলাহি মোহামেদ এর উদ্বোধন করেন।

এই মাঠে আগামীতে সোমালিয়া জাতীয় দলের হোম ম্যাচ অনুষ্ঠিত হবে। বিশ্বকাপ বাছাই পর্বে তারা আগের ম্যাচ গুলো খেলেছিল অ্যাওয়েতে। আর তাদের হোম ম্যাচ হয়েছিল জিবুতিতে। সেখানে তাদের ২-৩ গোলে হার জিম্বাবুয়ের কাছে।

আরেকটি স্টেডিয়াম আছে সোমালিয়ায়। তা মোগাদিসু থেকে ৫০০ মাইল দক্ষিণে বন্দর নগরী কিসমায়োতে। ওয়ামি নামের সেই স্টেডিয়াম এখন ফিফার ফরোয়ার্ড প্রজেক্টের অধীনে সংস্কারের কাজ চলছে। এই বছরের শেষ দিকে এর সংস্কার কাজ শেষ হবে। সোমালিয়া ফুটবল ফেডারেশন সভাপতি আবদিকানি সাইদ আরাব জানান, এই স্টেডিয়ামে আবার ফুটবল চালু হলো। আর তা আধুনিক সুযোগ সুবিধাসহ। যা দেশের ফুটবলের বড়সড় উন্নয়নেরই স্বীকৃতি দিচ্ছে। সূত্র ফিফা


আরো সংবাদ



premium cement