২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫
`


মেসি-সুয়ারেজ-গ্রিজম্যানের গোলে বার্সার দুর্দান্ত জয়

- ছবি : এএফপি

একসাথে জ্বলে উঠলেন লিওনেল মেসি ও লুইস সুয়ারেজের সঙ্গে আতোঁয়া গ্রিজম্যানের ত্রয়ী। এক ম্যাচে গোল পেয়েছেন বার্সেলোনার তিন তারকা। একটি করে গোল করেন প্রত্যেকে। তবে তিনটি গোলেই অবদান রাখে গ্রিজমান। ফলে এইবারের বিপক্ষে সহজ জয়ই তুলে নিয়েছে স্প্যানিশ চ্যাম্পিয়নরা। প্রতিপক্ষের মাঠে তাদের জয়টি আসে ৩-০ গোলের ব্যবধানে।

আর দারুণ এ জয়ে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ পেছনে ফেলে আপাতত শীর্ষে উঠে এসেছে বার্সেলোনা। ৯ ম্যাচে তাদের সংগ্রহ ১৯ পয়েন্ট। এক ম্যাচ কম খেলে ১৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে রিয়াল। তবে রাতেই মালোর্কার বিপক্ষে মাঠে নামছে মাদ্রিদের দলটি। সে ম্যাচ জিতলে ফের শীর্ষে উঠে যাবে তারা।

এইবারের মাঠে এদিন ম্যাচের ১৩তম মিনিটেই এগিয়ে যায় বার্সেলোনা। দুই ফরাসী বোঝাপড়ায় গোল পায় দলটি। নিজেদের অর্ধ থেকে ক্লেমো লংলের বাড়ানো বল অফসাইডের ফাঁদ ভেঙে বল নিয়ে ডি বক্সের ঢুকে পড়েন গ্রিজম্যান। আর গোলরক্ষককে একা পেয়ে লক্ষ্যভেদ করতে কোন ভুল করেননি বিশ্বকাপ জয়ী এ তারকা।

৩১তম মিনিটে ব্যবধান বাড়ানোর অবিশ্বাস্য এক সুযোগ মিস করেন মেসি। ফ্রাঙ্কি ডি ইয়ংয়ের সঙ্গে দেয়া নেয়া করে দুই ডিফেন্ডারকে কাটিয়ে ডি বক্সের ঢুকে পড়েছিলেন তিনি। তখন শট নিলে হয়তো গোল পেতে পারতেন। কিন্তু আরও নিশ্চিত হতে গোলরক্ষককে কাটাতে গিয়ে ভুলটা করে ফেলেন রেকর্ড ছয় বারের বর্ষসেরা এ তারকা।

৫৬তম মিনিটে ব্যবধান বাড়ানোর সুযোগ নষ্ট করেন সুয়ারেজ। ডি ইয়ংয়ের আড়াআড়ি ক্রস থেকে ডি বক্সের মাঝ থেকে শট নিয়েছিলেন তিনি। কিন্তু শটে জোর না থাকায় সে শট ধরে নিতে কোন বেগ পেতে হয়নি এইবার গোলরক্ষক মার্কো দিমিত্রভিচের। তবে দুই মিনিট পরই দলীয় সমঝোতায় ব্যবধান বাড়ায় তারা। ডি ইয়ংয়ের বাড়ানো বল নিয়ন্ত্রণে নিয়ে গ্রিজম্যানকে দেন সুয়ারেজ। ফরাসী তারকা আলতো টোকায় পাস দেন ফাঁকায় থাকা মেসি। বল ধরে কোণাকোণি শটে লক্ষ্যভেদ করেন হালের অন্যতম সেরা এ তারকা।

৬৬ মিনিটে ব্যবধান আরও বাড়ায় বার্সেলোনা। নিজেদের অর্ধ থেকে গ্রিজম্যানের বাড়ানো গোলরক্ষককে একাই পেয়ে গিয়েছিলেন মেসি। চাইলে নিজেই গোল দিতে পারতেন। তবে শতভাগ নিশ্চিত হতে পাস দেন বাঁ প্রান্তে সুয়ারেজকে। আলতো টোকায় বল জালে জড়াতে কোন ভুল করেননি এ উরুগুইয়ান। ৮৫তম মেসির পাস থেকে আরও একটু দারুণ সুযোগ পেয়েছিলেন সুয়ারেজ। কিন্তু তার শট বার পোস্ট ঘেঁষে লক্ষ্যভ্রষ্ট হয়। তবে তাতে কোন সমস্যা হয়নি দলটির। বড় জয় নিয়েই মাঠ ছাড়ে তারা।   


আরো সংবাদ



premium cement
গাজা বিষয়ক সম্মেলনে আতিথেয়তা করবে সৌদি আরব চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড শ্রীনগরে নাতিকে মাদরাসায় দিয়ে ফেরার পথে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু ইউক্রেনের ১৭টি ড্রোন ভূপাতিত করেছে রাশিয়া গ্রেফতারের আতঙ্কে নেতানিয়াহু, প্রতিরোধের চেষ্টায় যুক্তরাষ্ট্রও চলছে মেসি ঝলক, আবারো জোড়া গোল উল্লাপাড়ায় গাড়িচাপায় অটোভ্যানচালক নিহত থাইল্যান্ড সফর শেষে সোমবার দেশে ফিরবেন প্রধানমন্ত্রী বিপরীত উচ্চারণের ঈদ পুনর্মিলনী ফরিদপুরে ২ ভাইকে পিটিয়ে হত্যায় জড়িতদের অচিরেই গ্রেফতার করা হবে : র‌্যাব মুখোপাত্র ধর্মঘটে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পরিবহন বন্ধ, দুর্ভোগে মানুষ

সকল