৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫
`


এবার কাফনের কাপড় পরে শিক্ষার্থীদের মৌন মিছিল

নবম দিনে শাবি আন্দোলন
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কাফনের কাপড় পরে শিক্ষার্থীদের মৌন মিছিল: নয়া দিগন্ত -

ভিসি ফরিদ উদ্দিন আহমদের পদত্যাগের দাবিতে এবার কাফন মিছিল করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) আন্দোলনরত শিক্ষার্থীরা। গতকাল বেলা ৩টার দিকে ক্যাম্পাসের গোলচত্বর থেকে মিছিলটি শুরু হয়। পরে চেতনা একাত্তর হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ঘুরে পুনরায় গোলচত্বরে এসে শেষ হয়।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, শাবির পরিস্থিতি এবং তাদের দাবির কথা জানিয়ে তারা বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদের কাছে খোলা চিঠি দিয়েছেন। প্রধানমন্ত্রীর কাছেও তারা এই সমস্যা সমাধানের আবেদন জানাচ্ছেন।
আন্দোলনকারী শিক্ষার্থীদের মুখপাত্র গণমাধ্যমকে বলেন, তাদের এক দফা এক দাবি ভিসি ফরিদ উদ্দিন আহমদের পদত্যাগ। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রাণ চলে গেলেও আন্দোলন থেকে পিছপা হবে না। এরই মধ্যে অনশনরত অনেক শিক্ষার্থী মুমূর্ষু অবস্থায় বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন তবুও তারা অনশন ভঙ্গ করেননি।
অনশনরত ২৩ শিক্ষার্থীর ১৬ জন মেডিক্যালে : আমরণ অনশনে যোগ দেয়া আরেক শিক্ষার্থীকে অসুস্থ অবস্থায় এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ নিয়ে আমরণ অনশনরত ২৩ শিক্ষার্থীর মধ্যে ১৬ জন বিভিন্ন সরকারি-বেসরকারি মেডিক্যালে ভর্তি আছেন। শনিবার বেলা ২টা পর্যন্ত ১৬ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন। এর মধ্যে ৯ জন মেয়ে ও সাতজন ছেলে। ১৬ জনের মধ্যে ১৩ জন এম এ জি ওসমানী মেডিক্যাল, দুইজন মাউন্ড ও একজন রাগিব রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।
হাসপাতাল থেকে ফিরে আবার অনশনে : অসুস্থ শিক্ষার্থীর মধ্যে কাজল দাস ও আব্দুল্লাহ আর রাফি শুক্রবার সন্ধ্যায় ক্যাম্পাসে ফিরে অনশনরত শিক্ষার্থীদের সাথে অবস্থান নিয়ে পুনরায় অনশন করছেন। কাজল দাস জালালাবাদ রাগীব রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালের ইমার্জেন্সি ওয়ার্ডে এবং আব্দুল্লাহ আর রাফি এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ২৬ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন।
আব্দুল্লাহ আর রাফির স্বাস্থ্যের বিষয়ে ওসমানী মেডিক্যালের চিকিৎসক মো: জাহিদ আহমেদের সাথে কথা বললে তিনি বলেন, দীর্ঘ সময় না খাওয়ার কারণে এ সমস্যা হচ্ছে। এভাবে না খেয়ে থাকলে শারীরিক সমস্যা আরো বাড়বে।
ফের অনশনে যোগ দেয়ার প্রসঙ্গে রাফি বলেন, শরীর একটু স্বাভাবিক বোধ করায় আমি আবার এসেছি। আমার সাথের এরা এখানে শীতের মধ্যে কষ্ট করছে, আমি যতক্ষণ স্বাভাবিক আছি ততক্ষণ এখানে থাকতে চাই। আর ভিসি পদত্যাগ না করা পর্যন্ত আমি অনশন চালিয়ে যাব।
শিক্ষামন্ত্রীর সাথে আলোচনা করতে ঢাকায় শিক্ষক প্রতিনিধিদল : আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিনিধিরা ঢাকায় না গেলেও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধির একটি দল শিক্ষামন্ত্রীর সাথে আলোচনা করতে ঢাকায় গেছে। শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. তুলসী কুমার দাসের নেতৃত্বে এই কমিটিতে আছেন সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক মোহাম্মদ মুহিবুল আলম, ফিজিক্যাল সায়েন্সেস অনুষদেন ডিন ড. মো: রাশেদ তালুকদার, অ্যাপ্লায়েড সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. আরিফুল ইসলাম, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. খায়রুল ইসলাম রুবেল। শনিবার সন্ধ্যা সোয়া ৬টায় শিক্ষামন্ত্রীর বাসভবনে এ বৈঠক শুরু হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের গণমাধ্যমকে বৈঠক বিষয়টি নিশ্চিত করেছেন। সন্ধ্যা ৭টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত বৈঠক চলছে।
গণ-অনশনের ডাক : ভিসি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কাফন মিছিলের পর এবার গণ-অনশনের ডাক দিয়েছে।
গতকাল শনিবার রাত ৭টায় গোলচত্বরে সংবাদ সম্মেলন করে আন্দোলনকারী শিক্ষার্থীরা। আন্দোলনকারীদের পক্ষে ইয়াসির সরকার এ কথা বলেন। তিনি বলেন, ২৩ শিক্ষার্থীর আমরণ অনশনের ৭৫ ঘণ্টা অতিবাহিত হলেও ভিসি পদত্যাগ না করায়, বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা তাদের সহযোদ্ধাদের সাথে গণ-অনশনে বসার সঙ্কল্প নিয়েছেন। ভিসির পদত্যাগপত্র স্বচক্ষে না দেখা পর্যন্ত অনশন চলবে। গণ-অনশন রাত ৮টা থেকে শুরু হবে। যে কেউ গণ-অনশনে অংশগ্রহণ করতে পারবে। এরই মধ্যে ইফতেকার আল মাহমুদ, সামিরা ফারজানা ও সামিউল এহসান শাকিল নামে তিনজন গণ-অনশনে বসার সিদ্ধান্ত নিয়েছে।
অনশনরত কোনো শিক্ষার্থী মারা গেলে তার দায় ভিসিকেই নিতে হবে বলে জানান তিনি।

 


আরো সংবাদ



premium cement