২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

জাতীয় ঐক্য নিয়ে বিভ্রান্তি সৃষ্টির কোনো অবকাশ নেই : ফখরুল

-

‘জাতীয় ঐক্য’ নিয়ে বিভ্রান্তি সৃষ্টির কোনো অবকাশ নেই বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। খালেদা জিয়ার বরাত দিয়ে কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত সংবাদের পরিপ্রেক্ষিতে সাংবাদিকদের কাছে গতকাল তিনি এই মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, ঈদের দিন সন্ধ্যায় আমরা স্থায়ী কমিটির সদস্যরা গুলশানের ম্যাডামের সাথে দেখা করতে গিয়েছিলাম। এ বিষয়ে কয়েকটি গণমাধ্যমে সম্পূর্ণ অসত্য, বানোয়াট ভিত্তিহীন সংবাদ প্রচার করে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে। আমি স্পষ্ট করে বলতে চাই, জাতীয় ঐক্য নিয়ে বিভ্রান্তি সৃষ্টির কোনো অবকাশ নেই। জাতীয় ঐক্য নিয়ে শুধু বিভ্রান্ত সৃষ্টি করার জন্য এই ধরনের অপপ্রচার ও সংবাদ প্রকাশ করা হয়েছে।
দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভাবমূর্তি ক্ষুণœ করার জন্য মহল বিশেষ এই ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেন তিনি।
মির্জা ফখরুল বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ। ঈদের দিন আমরা শুধু তার সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছি। ঈদের সময়ে যেসব কথা হয়, তা হয়েছে। আমরা আমাদের সুখ-দুঃখের কথা বলেছি মাত্র।
আমাদের কথাবার্তার পরিপ্রেক্ষিতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া কোনো বক্তব্য দেননি, তিনি কোনো মন্তব্যই করেননি। তিনি আমাদের কথাবার্তা শুনেছেন।
জাতীয় গণমাধ্যমে ‘সঠিক ও তথ্যনির্ভর’ সংবাদ পরিবেশন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন বিএনপি মহাসচিব।


আরো সংবাদ



premium cement