১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১, ০১ জিলকদ ১৪৪৫
`


ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশী নিহত

-

ঠাকুরগাঁও সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষকারী বাহিনীর (বিএসএফ) গুলিতে জয়নাল আবেদিন (৩৫) নামে এক বাংলাদেশী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার ভোরে বালিয়াডাঙ্গী উপজেলার চোষপাড়া সীমান্তের এস ৩৭৯/১ এস নম্বর মেইন পিলারের কাছে এ ঘটনা ঘটে বলে জানান বড়পলাশবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান আমিনুল ইসলাম। নিহত জয়নাল আবেদিনের বাড়ি রাণীশংকৈল উপজেলার বাচোর ইউনিয়নের ভাংবাড়ি গ্রামে। তার পিতার নাম মফিজ উদ্দীন।
জানা যায়, জয়নাল বিয়ে করেছেন ভারতের পানজিপাড়া গ্রামে। চোষপাড়া সীমান্ত দিয়ে শ্বশুরবাড়িতে যাতায়াত করতেন তিনি। বৃহস্পতিবার ভোরে শ্বশুরবাড়ি যাওয়ার সময় বিএসএফের ১৭১ চাকলাগড় ক্যাম্পের টহলরত বিএসএফ জওয়ানরা টের পেলে তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই জয়নাল মারা যান। পরে তার লাশ নিয়ে যায় বিএসএফ।
ঠাকুরগাঁও ৫০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল শহীদুল ইসলাম জানান, সীমান্তে একজন বাংলাদেশীর মৃত্যু হয়েছে বলে শুনেছি। আমরা এখনো নিশ্চিত না। খোঁজ-খবর নেয়া হচ্ছে।

 


আরো সংবাদ



premium cement